স্বস্তির হাফসেঞ্চুরিতে জয়ের নায়ক লিটন
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলা প্রথম তিন ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি লিটন। তবে, চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়িয়েছেন এই বাংলাদেশি তারকা। হাফসেঞ্চুরি হাঁকিয়ে দলকে শুধু জেতাননি লিটন, দিয়েছেন ফর্মে ফেরার আভাসও।
গতকাল মঙ্গলবার (১ আগস্ট) রাতে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১২৮ রানের বেশি তুলতে পারেনি ব্র্যাম্পটন উলভস। জবাবে ১১ বল হাতে রেখে ১৩২ রান করে ৬ উইকেটে জয় তুলে নেয় সারে জাগুয়ার্স।
১২৯ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রত্যাশিত শুরু করতে পারেননি দুই ওপেনার মোহাম্মাদ হারিস ও যতিন্দার সিংহ। দলীয় ১৪ রানের মাথায় যতিন্দারকে হারায় জাগুয়ার্স। এরপর আরেক ওপেনার মোহাম্মাদ হারিসও ফিরতে সময় নেননি। দলীয় ১৬ রানে দুই উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে জাগুয়ার্স। সেই চাপ আরও বাড়ে পরগত সিংহের বিদায়ে। পরবর্তীতে লিটন দাস ও অধিনায়ক ইফতিখার আহমেদ মিলে চাপ সামলে দলকে জয়ের ভিত গড়ে দেন।
এই দুজনের ৯৯ রানের জুটিতে ভর করে ৬ উইকেটে জয় পায় জাগুয়ার্স। ব্যাট হাতে ৩ ছক্কা ও ৪ চারে ৪৫ বলে ৫৯ রান করেন লিটন। তার এমন ব্যাটিংয়ে জয় পেতে খুব বেশি কষ্ট হয়নি দলের। এমন দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে লিটনের হাতে। যদিও এর আগের তিন ম্যাচে লিটনের রান ছিল ৯, ২১ ও ২৫। এই জয়ে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে সারে লিটন দাসের জাগুয়ার্স।