ক্রিকেটার রুমানাকে ডেকে সতর্ক করল বিসিবি
একটা সময় বাংলাদেশ নারী ক্রিকেট দলের নিয়মিত মুখ ছিলেন রুমানা আহমেদ। দীর্ঘ একযুগ বাংলাদেশের হয়ে খেলা রুমানা নেতৃত্বও দিয়েছিলেন দেশকে। সর্বশেষ খেলেছেন গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। এর পর থেকে দলের বাইরে আছেন তিনি। এমনকি তাকে রাখা হয়নি এশিয়ান গেমসের ২৬ জনের ফিটনেস ক্যাম্পেও।
গত ৫ আগস্ট রুমানা নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক লাইনের একটি পোস্ট করেন। তাতে লেখা, ‘নো মোর ক্রিকেট।’ অর্থাৎ, আর ক্রিকেট নয়। রহস্যময় এ স্ট্যাটাসের পর আর কোনো পোস্ট দেননি ফেসবুকে। তবে তা নিয়ে হয়েছে আলোচনা-সমালোচনা।
এর প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) রুমানাকে তলব করা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। এমন স্ট্যাটাস কেন দিলেন, তার ব্যাখ্যা জানতে তাকে ডাকে বিসিবির নারী বিভাগ। সেখানে রুমানার সঙ্গে বৈঠক করেন নারী বিভাগের দুই কর্মকর্তা। উপস্থিত ছিলেন নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল ও নির্বাচক সাজ্জাদ আহমেদ। এমন স্ট্যাটাস বিসিবির আচরণবিধির লঙ্ঘন করে জানিয়ে রুমানাকে সতর্ক করেন তারা।
২০১১ সালে জাতীয় দলের হয়ে অভিষিক্ত হন রুমানা আহমেদ। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। ৮৪টি-টোয়েন্টি ম্যাচে পেয়েছেন ৭৫ উইকেট। রান করেছেন ৮৫৪। ৫০টি ওয়ানডে খেলে ৫০ উইকেট নেওয়ার পাশাপাশি করেছেন ৯৬৩ রান।