ডি ভিলিয়ার্সের মতে, বিশ্বকাপের সেমিতে খেলবে যারা
কদিন বাদেই মাঠে গড়াচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। অক্টোবরে ভারতের মাটিতে বসতে যাচ্ছে এই ক্রিকেট মহাযজ্ঞ। তবে মাঠে খেলা শুরুর আগেই শুরু হয়ে গেছে কথার লড়াই। আসন্ন বিশ্বকাপকে ঘিরে অনেকেই করছেন ভবিষ্যদ্বাণী। এবার সেই তালিকায় যুক্ত হলো এবি ডি ভিলিয়ার্সের নাম।
নিজের ইউটিউব চ্যানেলের এক প্রশ্নোত্তর ভিডিওতে বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করেন ডি ভিলিয়ার্স। যেখানে তিনি, ভারতকেই বেশি এগিয়ে রাখে। এমনকি এই বিশ্বকাপটি রূপকথার বিশ্বকাপ হবে বলে উল্লেখ করেন।
ডি ভিলিয়ার্স বলেছেন, ‘অবশ্যই ভারতকে এই তালিকায় রাখতে হবে। আমার মনে হয়, ভারত আবারও বিশ্বকাপ জিতবে। এটা একটা রূপকথার বিশ্বকাপ হবে। সেমিফাইনালের ক্ষেত্রে ভারত, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া—এই বিগ থ্রিকে রাখব আমি।’
এরপর চতুর্থ দল হিসেবে পাকিস্তান ও নিউজিল্যান্ডকে বেছে নেননি ডি ভিলিয়ার্স। তিনি বেছে নিয়েছেন নিজের দেশ দক্ষিণ আফ্রিকাকে। প্রোটিয়া তারকা বলেন, ‘যদিও পাকিস্তানের ভালো সম্ভাবনা আছে, তবু চার নম্বরে আমি দক্ষিণ আফ্রিকাকেই রাখব। আমি জানি, ওদের জন্য কাজটা সহজ হবে না। তবে কখনোই না বলতে নেই। এটা বিশ্বকাপ, দক্ষিণ আফ্রিকার ওপর প্রত্যাশা কম। আর এটাই ওদের চাঙা করে তুলতে পারে। দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়েরা খুবই প্রতিভাবান, কিন্তু দল হিসেবে খুবই কম মূল্যায়িত।’
আগামী অক্টোবরে ১০ দলের ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে, যা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। নিয়ম অনুযায়ী, লিগ পর্বে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে খেলবে। সেরা চার দলকে নিয়ে হবে সেমি ফাইনাল এবং পরে ফাইনাল। ভেন্যুর তালিকায় আছে আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গৌহাটি, হায়দরাবাদ, কলকাতা, লখনৌ, ইন্দোর, রাজকোট, মুম্বাই ও ত্রিবান্দাম।