শেখ জামালকে হারিয়ে ডিপিএলের শিরোপা আবাহনীর হাতে
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপা উঠল ঢাকা আবাহনীর হাতে। হাইভোল্টেজ ম্যাচে শেখ জামালের মুখোমুখি হয়েছিল আবাহনী। সাভারে বিকেএসপির চার নম্বর মাঠে আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) শেখ জামালকে চার উইকেটে হারায় আবাহনী। তাতে, দুই ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত হয় দলটির।
আগে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৭ রান করে শেখ জামাল। জবাবে ৪৯.৫ ওভারে ২৭৩ রান তোলে আবাহনী।
আজকের ম্যাচে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। শেখ জামালের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ বলে ৪৯ রান আসে তার ব্যাট থেকে। শেখ জামালের হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেন জিয়াউর রহমান। ৫৮ বলে ছয়টি চার ও আটটি ছক্কায় ঝড়ো ইনিংসটি সাজান জিয়া। এতে দলটি পায় লড়াইয়ের পুঁজি।
এই রান নিয়ে শেষ ওভার পর্যন্ত লড়াই চালিয়েছেন শেখ জামালের বোলাররা। তবে, একটু একটু করে জয়ের দিকে এগিয়ে যায় আবাহনী। আফিফ হোসেনের ৮৩, এনামুল হক বিজয়ের ৬৭ রানে জয়ের সুবাস পেতে শুরু করে দলটি। মোসাদ্দেক হোসেনের অপরাজিত ৫৩ রান জয়ের বন্দরে নোঙর করতে সাহায্য করে আবাহনীকে।
প্রিমিয়ার লিগে টানা ১৪তম জয় এপল আবাহনী। তাতেই দলটির হাতে ওঠে ২৩তম প্রিমিয়ার লিগ শিরোপা।