মাঠেই ভারতের ঐতিহাসিক চন্দ্র জয় উদযাপন ক্রিকেটারদের
চাঁদে সফলভাবে অবতরণ করেছে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩। বুধবার (২৩ আগস্ট) ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার ‘বিক্রম’ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। এই অর্জনে গোটা ভারত আনন্দে ভাসছে। আয়ারল্যান্ডে খেলার জন্য ব্যস্ত থাকলেও সেই ঐতিহাসিক ঘটনা মিস করেননি ভারতীয় ক্রিকেটাররা। মাঠে বসেই টিভিতে দেখেছেন সেই স্মরণীয় মুহূর্ত।
বুধবার (২৩ জুলাই) ভারতীয় ক্রিকেট বোর্ডের ফেসবুকে প্রকাশিত এক ভিডিওতে ক্রিকেটারদের এমন স্মরণীয় মুহূর্তে উদযাপন করতে দেখা যায়।
ডাবলিনে ভারতীয় ক্রিকেট দলের ম্যাচ শুরু হতে তখনও ঘণ্টা দুয়েক বাকি ছিল। ভারতীয় ক্রিকেটাররা সবাই একসঙ্গে বসে পড়েন চন্দ্রপৃষ্ঠে ভারতের চন্দ্রযানের অবতরণের লাইভ সম্প্রচার দেখার জন্য। চন্দ্রযান চাঁদের মাটিতে পা রাখা মাত্র হাততালি দিয়ে ওঠেন বুমরাহ-গিলরা। উঠে দাঁড়িয়ে একে অপরকে আলিঙ্গন করে ভারতের এই চন্দ্র অভিযানের সাফল্যকে স্মরণীয় করে রাখেন খেলোয়াড়রা।
গত ১৪ জুলাই ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয়। চন্দ্রযান-৩-এর ল্যান্ডারের নাম ‘বিক্রম’, রোভারের নাম ‘প্রজ্ঞান’। ল্যান্ডারটি উচ্চতায় ২ মিটারের মতো, ওজন ১ হাজার ৭০০ কেজির বেশি। আকারে ছোট রোভারের ওজন ২৬ কেজি মাত্র। এই রোভারই চাঁদের বুকে ঘুরে ঘুরে বৈজ্ঞানিক গবেষণা চালাবে।