বিশ্বকাপের টিকেট যেভাবে কাটবেন অনলাইনে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/08/24/wc-trophy-afp.jpg)
ওয়ানডে বিশ্বকাপের আর বেশি দিন বাকি নেই। ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ২৫ আগস্ট থেকে শুরু হবে বিশ্বকাপের টিকিট কেনাবেচা, আগেই জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এবার টিকেট কাটার প্রক্রিয়া ও অনলাইন সাইট সম্পর্কে বিস্তারিত তুলে ধরল বিসিসিআই। গতকাল বুধবার (২৩ আগস্ট) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতিতে এসব তথ্য তুলে ধরেছে সংস্থাটি।
বিবৃতিতে জানানো হয়, আগামীকাল শুক্রবার (২৫ আগস্ট) থেকে অনলাইনে টিকেট কেনাবেচা শুরু হবে। টিকেট বেচাকেনার অনলাইন প্ল্যাটফর্ম ‘বুকমাইশো’ থেকে কেনা যাবে বিশ্বকাপের সব ম্যাচের টিকেট। বুকমাইশোকে অফিসিয়াল টিকেটিং পার্টনার হিসেবে ঘোষণা দিয়েছে বিসিসিআই।
বুকমাইশো থেকে বিশ্বকাপের ৪৮ ম্যাচ ও ১০টি প্রস্তুতি ম্যাচের সব টিকিট কেনা যাবে। কাল ভারতীয় সময় রাত ৮টা থেকে শুরু হবে অনলাইনে টিকেট বিক্রি।
বিসিসিআইয়ের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী হেমাং আমিন বলেন, ‘ক্রিকেটে চলতি বছরের সবচেয়ে বড় আন্তর্জাতিক ইভেন্ট আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। এ উপলক্ষে বুকমাইশোকে আমাদের টিকেটিং সহযোগী হিসেবে পরিচয় করিয়ে দিতে পেরে আমরা রোমাঞ্চিত। অনলাইনে ঠিকঠাক টিকেট বিক্রির ক্ষেত্রে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বুকমাইশোর মাধ্যমে ভক্তদের নির্বিঘ্নে টিকেট কিনতে পারার বিষয়টি আমরা নিশ্চিত করছি।’
এ বিষয়ে আইসিসির হেড অব ইভেন্টস ক্রিস টেটলি বলেন, ‘আমরা উচ্ছ্বসিত যে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হতে চলেছে। আনুষ্ঠানিক টিকেটিং সাইট থেকে ভক্তরা সহজে টিকেট কিনতে পারবে। আমরা এযাবৎকালের সবচেয়ে বড় বিশ্বকাপের অংশ হতে ভক্তদের টিকেট কিনতে উৎসাহিত করব।’