নিজেকে ফিট প্রমাণে দুই সপ্তাহ সময় পেলেন উইলিয়ামসন
ওয়ানডে বিশ্বকাপের আর বাকি ৩৭ দিন। ৫ অক্টোবর থেকে ভারতে বসবে একদিনের ক্রিকেটের মহাযজ্ঞ। ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। কিন্তু, টানা দুইবারের রানার্সআপ নিউজিল্যান্ডের শঙ্কা অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়ে।
আইপিএলে গিয়ে পড়া চোট থেকে এখনও সেরে ওঠেননি তিনি। যদিও নিজেকে ফিট হিসেবে গড়ে তুলতে সবরকম চেষ্টাই করছেন। বিশ্বকাপ খেলার মতো পর্যাপ্ত ফিট উইলিয়ামসন, তা প্রমাণ করতে তাকে দুই সপ্তাহ সময় বেধে দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
আজ সোমবার (২৮ আগস্ট) ইএসপিএনক্রিকইনফোতে প্রকাশিত প্রতিবেদন মতে, ব্ল্যাকক্যাপসের পক্ষ থেকে উইলিয়ামসনকে জানানো হয়েছে তাকে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এর মধ্যে নিজেকে বিশ্বকাপ খেলার মতো পর্যাপ্ত ফিট প্রমাণ করতে হবে।
নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘আমরা উইলিয়ামসনকে দুই সপ্তাহ সময় দিয়েছি। সে পুরোপুরি পুনর্বাসন প্রক্রিয়ায় আছে। এ সময়ের মধ্যে ক্রিকেট বোর্ড সব ধরনের সুযোগ-সুবিধা ও সহায়তা দেবে। সে খুব ভালোভাবে উন্নতি করছে। কিন্তু, এর বাইরেও আরও অনেক কাজ আছে। আমরা তাকে বিশ্বকাপে যেভাবে চাই, সেজন্য সে প্রস্তুত, তা নিশ্চিত করতে হবে তাকে।’
গত ৩১ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ছয় আটকাতে গিয়ে চোটে পড়েন উইলিয়ামসন। বাউন্ডারি সীমানায় দাঁড়ানো উইলিয়ামসন লাফিয়ে বল ধরতে গিয়ে ভারসাম্য রাখতে পারেননি। মাটিতে পড়ে ডান হাঁটু ধরে যন্ত্রণায় কাতরাতে থাকেন কিউই তারকা। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তার ডান হাঁটুতে চোট ধরা পড়ে। লিগামেন্টের অস্ত্রোপচার করতে হয় তাকে। ফলে, লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যান তিনি।