বিশ্বকাপে বাংলাদেশ দলের তালিকা আইসিসিতে
আগামী ৫ অক্টোবর থেকে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে অংশগ্রহণকারী দলগুলোর প্রাথমিক স্কোয়াড দেওয়ার শেষ দিন আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর)। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বেধে দেওয়া নিয়ম অনুযায়ী, তাদের কাছে আজ বিশ্বকাপের প্রাথমিক দলের তালিকা পাঠিয়েছে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
তবে, এটিই চূড়ান্ত দল নয়। আইসিসির নিয়ম অনুযায়ী আজ দল পাঠাতে হবে সব দলকেই। বাংলাদেশও পাঠিয়েছে। বাংলাদেশের মূল দল ঘোষণা হতে পারে আগামী ২৬/২৭ সেপ্টেম্বরের দিকে। এ সময়ের মধ্যে বিসিবি চাইলে স্কোয়াডে যে কোনো পরিবর্তন আনতে পারবে।
এ বিষয়ে গণমাধ্যমকে নিজাম উদ্দিন বলেন, ‘এটা আমাদের প্রাথমিক স্কোয়াড। আইসিসির কাছে নিয়ম অনুযায়ী পাঠিয়ে দিয়েছি। ২৬/২৭ তারিখের দিকে চূড়ান্ত দল পাঠাব। এর মধ্যে কোনো পরিবর্তনের প্রয়োজন হলে, কেউ যদি দুর্ভাগ্যবশত চোটে পড়ে তখন আমরা পরিবর্তন আনব। সেভাবে আমাদের ব্যাকআপ প্ল্যান প্রস্তুত আছে। তবে, এখনও যেহেতু চূড়ান্ত নয় তাই আমরা স্কোয়াড সম্পর্কে আপনাদের কিছু জানাতে পারছি না। তাছাড়া, একটা ইভেন্ট (এশিয়া কাপ) চলছে। এমন সময়ে আমরা স্কোয়াডটা প্রকাশ করলে প্রভাব পড়তে পারে। যখন সময় হবে, আমরা জানিয়ে দেব।’
চোটের কারণে এশিয়া কাপ শেষ হয়ে গেছে ইনফর্ম নাজমুল হোসেন শান্তর। তিনি ফিরে আসছেন দেশে। দ্রুতই তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। শান্ত প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘আমরা চেষ্টা করব শান্তকে যত তাড়াতাড়ি সম্ভব রিহ্যাব প্রক্রিয়ায় নিয়ে আসা। রিহ্যাব টিম ইতোমধ্যে নিজেদের পরিকল্পনা সাজাচ্ছে শান্তকে নিয়ে কীভাবে কাজ করবে। আমাদের প্রচেষ্টা থাকবে যত তাড়াতাড়ি পারি তাকে বিশ্বকাপের জন্য তৈরি করা।’