ভারত-পাকিস্তান ম্যাচের টিকেট ছুঁয়েছে ৫৭ লাখ রুপি
এবারের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে ক্রিকেটের মহাযজ্ঞ। উপমহাদেশের মাটিতে বিশ্বকাপ, সেখানে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উন্মাদনা যে তুঙ্গে থাকবে তা অনুমেয়। আগামী ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল। সে ম্যাচের টিকেটের দাম ছুঁয়েছে ৫৭ লাখ রুপি!
বিশ্বকাপ উপলক্ষে গত ২৫ আগস্ট থেকে টিকেট বিক্রি শুরু করেছে আইসিসি ও বিসিসিআই। বিশ্বকাপের অফিশিয়াল টিকেটিং পার্টনার বুকমাইশো। অনলাইন টিকেট বিক্রির ওয়েবসাইটটিতে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য ছাড়া সব টিকেট ইতোমধ্যে বুক হয়ে গেছে। গত ২৯ আগস্ট ও ৩ সেপ্টেম্বর ছাড়া হয়েছিল ১৪ তারিখের ম্যাচ টিকেট। ছাড়ার অল্প সময়েই শেষ সব।
দর্শকরা বুকমাইশোর ওয়েবসাইটে ঢুকে হতাশই হয়েছেন। সেই সুযোগটা কাজে লাগাচ্ছে ভারতের টিকেট বিক্রির সেকেন্ডারি ওয়েবসাইট ভায়াগোগো। তাদের ওয়েবসাইটে সব ম্যাচেরই টিকেট পাওয়া যাচ্ছে। মূলত, বুকমাইশো থেকে টিকেট কিনে তারা চড়া দামে বিক্রি করছে। যাতে টিকেটের দাম সর্বোচ্চ ৫৭ লাখ রুপিতে পৌঁছেছে।
গতকাল বুধবার (৬ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, বুকমাইশোর সব টিকেট বিক্রি শেষের সুযোগটা কাজে লাগাচ্ছে ভায়াগোগো। দর্শকের তুঙ্গস্পর্শী চাহিদাকে পুঁজি করে তারা ৫৭ লাভ রুপি পর্যন্ত বিক্রি করছে ভারত-পাকিস্তান ম্যাচের টিকেট।
তা নিয়ে ক্ষুব্ধ ভারতীয়রা। সামাজিক যোগযোগমাধ্যম টুইটার, ফেসবুকে পোস্ট দিয়ে আইসিসি ও বিসিসিআইয়ের ওপর ক্ষোভ ঝাড়ছেন তারা। অনেকে লিখছেন, ‘ভায়াগোগো সত্যিকারের দর্শকদের বঞ্চিত করছে। বিসিসিআই কি ঘুমিয়ে আছে? তাদের উচিত জেগে ওঠা এবং এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া।