তামিম ইস্যুতে মধ্যরাতে বিসিবির বৈঠক
আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে কখন বাংলাদেশ দল নিজেদের স্কোয়াড ঘোষণা করবে, তা নিয়ে অপেক্ষায় সবাই। আইসিসির বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী ২৮ সেপ্টেম্বর চূড়ান্ত দল ঘোষণার শেষ দিন। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ালেন তামিম ইকবাল।
দেশসেরা ওপেনারের পুরোনো পিঠের চোট নিয়ে আবার জেগেছে শঙ্কা। গত ২৩ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শেষে নিজের চোট নিয়ে তামিম জানিয়েছিলেন, তিনি এখনও পুরোপুরি ফিট নন। পুরো ফিট না হওয়ায় খেলছেন না শেষ ওয়ানডেতেও।
এ ছাড়া জানা যায়, বিশ্বকাপে তামিম হয়তো সবগুলো ম্যাচে খেলতে পারবেন না। এই বিষয়টি মাথায় রেখে যেন দল সাজান নির্বাচকরা। সেই বার্তাও নাকি দিয়ে রেখেছেন বাঁহাতি এই ওপেনার। বিশ্বকাপে খেললেও সবগুলো ম্যাচে খেলতে চান না তামিম, এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। স্বাভাবিকভাবেই তামিমের এসব কথায় নড়েচড়ে বসেছেন নির্বাচকরা।
এ প্রসঙ্গে সোমবার (২৫ সেপ্টেম্বর) মধ্যরাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বৈঠকে বসেন অধিনায়ক সাকিব আল হাসান ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে। সেখানে অবশ্য তামিম ছিলেন না। ধারণা করা হচ্ছে, সেই বৈঠকে আলোচনা হয়েছে তামিমের ভবিষ্যৎ ও বিশ্বকাপ দল নিয়ে। তবে, এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে কিছুই জানানো হয়নি।
বিশ্বকাপ দল ঘোষণার ঠিক আগে তামিমের এমন মন্তব্য দল নির্বাচনে বড় একটা ধাক্কাই বলা চলে। এখন অপেক্ষা, বিশ্বকাপ দল ঘোষণার এবং দেখার বিষয় তামিম থাকছেন কিনা।