মানবতা অবশ্যই জিতবে : সালাহ
বিশ্বজুড়ে নিরীহ ফিলিস্তিনবাসীর ওপর ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছেন অনেকে। মুসলিম বিশ্বগুলো বিভিন্ন সময় দিয়েছে বিভিন্ন বিবৃতি। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে এখন পর্যন্ত ফিলিস্তিনের প্রায় সাড়ে চার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। ইসরায়েলের ক্রমাগত বিমান হামলায় পানি, খাদ্য, বিদ্যুৎ, ওষুধ ও জ্বালানির তীব্র সংকটে পড়েছে গাজার প্রায় ২৩ লাখ বাসিন্দা।
এবার এই সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন মিশরীয় ফুটবলার মোহাম্মদ সালাহ। ইংলিশ ক্লাব লিভারপুলে খেলা মিশরের এই মুসলিম ফুটবলার ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধে দৃষ্টি আকর্ষণ করেছেন বিশ্বনেতা ও মানবাধিকারকর্মীদের।
সালাহ বলেন, ‘ওখানে অতিরিক্ত মাত্রায় বিশৃঙ্খলা হচ্ছে, যা হৃদয়বিদারক। গাজার মানুষের খাবার, পানি ও ওষুধ দরকার। আপনারা যারা মানবাধিকার কর্মী আছেন, তারা দ্রুত কিছু করুন। এই সংঘাত বন্ধ করুন ‘
নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেওয়া ভিডিওবার্তায় সালাহ আরও বলেন, ’সম্প্রতি যা হচ্ছে, তা ঠিক হচ্ছে না কোনোমতেই। প্রতিটি মানুষই ভীষণভাবে ভীত হয়ে আছে। বেঁচে থাকা কঠিন হয়ে পড়ছে। ওখানকার মানুষদের অবস্থা শোচনীয়। বিশ্বনেতাদের বলব, এটি থামান।’
শেষে সালাহ যোগ করেন, মানবতা অবশ্যই জিতবে।