ভাস্কর্য শচীনের, দেখতে কেন স্মিথের মতো?
বিশ্বকাপ মাঝপথেই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে উন্মোচিত হলো ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ভাস্কর্য। গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) ভারত-শ্রীলঙ্কা ম্যাচের আগে শচীন নিজেই ঘরের মাঠে এটির উদ্বোধন করেন। তবে শচীনের ভাস্কর্যের সঙ্গে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথের চেহারার মিল খুঁজে পেয়েছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় যা রীতিমতো ভাইরাল।
ভারত-শ্রীলঙ্কা ম্যাচের আগে ফটোগ্রাফার, টেলিভিশন ক্রু এবং পুলিশের উপস্থিতিতে ঢোল বাজিয়ে কীর্তন গাইতে গাইতে ওয়াংখেড়ের আউটফিল্ডে যান শচীন। এরপর বোতাম টিপে আতশবাজির ঝলকানিতে নিজের ভাস্কর্য উন্মোচন করেন তিনি। ভাস্কর্যটি তৈরি করেন স্থানীয় শিল্পী ভাস্কর প্রমোদ কাম্বলে। ওয়াংখেড়ে স্টেডিয়ামের টেন্ডুলকার স্ট্যান্ডের কাছেই অবস্থান ভাস্কর্যের শচীনের।
টেন্ডুলকার স্ট্রেইট ড্রাইভ খেলছেন, এমন একটি মুহূর্তের ভাস্কর্য বানানো হয়েছে। তবে হেলমেটের নিচে মুখের যে আদল, সেটির সঙ্গেই স্মিথের মিল খুঁজে পাচ্ছেন অনেকে। উইজডেনের সম্পাদক লরেন্স বুথ একটি স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ‘মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ভাস্কর্য বসানোর জন্য স্টিভ স্মিথকে বেছে নেওয়া বেশ আগ্রহজাগানিয়া ব্যাপার।’ তবে কৈশোরের শচীন ও স্মিথের চেহারা যে দেখতে অনেকটা মিল ছিল সেটিও ব্যাখ্যা হিসেবে দেখানোর চেষ্টা করছেন কেউ কেউ।
এদিকে, উদ্বোধনের পর শচীন বলেছেন, ‘প্রকৃতপক্ষে এটি আমার জন্য বিশেষ একটি মুহূর্ত। যখনই এখানে আসি, শান্ত হয়ে যাই। যখনই এ মাঠে আসি, অসংখ্য ছবি, অসাধারণ কিছু স্মৃতি আমার মাথায় ভেসে ওঠে। এ মাঠে হাঁটা আমার জন্য বিশেষ সম্মানের, যা আমার জীবনে সবকিছু দিয়েছে।’