পাকিস্তানকে হারিয়ে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ
পাকিস্তানি পেসার ডায়ানা বেগের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে কাট করলেন বাংলাদেশি ব্যাটার সোবহানা মুস্তারি। বল সীমানা ছাড়া হলে উল্লাসে মাতে বাংলার নারীরা। মুস্তারির এই শট থেকে আসে জয়সূচক রান। মিরপুরে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ হারলেও পরের দুটিতে জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের নারীদের এটি প্রথম ওয়ানডে সিরিজ জয়।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে পাকিস্তান। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে তারা। জবাবে ৪৫.৪ ওভারে তিন উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে বাংলাদেশ।
উদ্বোধনী জুটিতে পাকিস্তানকে ভালো সংগ্রহ এনে দেন দুই ওপেনার সাদাফ শামাস ও সিদরা আমিন। ৬৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন নাহিদা আক্তার। ৩১ রান করা সাদাফকে লেগ বিফোর করেন নাহিদা। এরপর বাংলাদেশি বোলারদের চমৎকার বোলিংয়ে নিয়মিত উইকেট হারায় পাকিস্তান। আসা যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রাখেন সিদরা আমিন। শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন এই ওপেনার। ১৪৩ বলে ৮৩ রানের ইনিংস খেলেন তিনি। পুরো ইনিংসে পাকিস্তানের সাতজন ব্যাটার আউট হয়েছেন দুই অঙ্কের নিচে রান করে।
বাংলাদেশের পক্ষে ১০ ওভারে তিন মেডেনসহ ২৬ রানে তিন উইকেট নেন নাহিদা। ৩৫ রানে দুই উইকেট পান রাবেয়া খান।
বাংলাদেশের সামনে লক্ষ্যটা খুব বড় ছিল না। দুই ওপেনার ফারজানা হক ও মুর্শিদা খাতুনের ১২৫ রানের জুটিতে জয়ের পথ আরও সহজ হয় বাংলার নারীদের জন্য। অর্ধশতক তুলে নেন দুজনই। ৬২ রান করে ফারজানা ও ৫৪ রানে মুর্শিদা আউট হন। বিনা উইকেটে ১২৫ থেকে ১২৮ রানে তিন উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তিন রানে তিন উইকেট হারিয়ে কিছু সময়ের জন্য ম্যাচে ফেরে পাকিস্তান। বিপদ সামাল দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সুবহানা মুস্তারি। দুজনের অবিচ্ছিন্ন ৩৯ রানের জুটিতে আর কোনো উইকেট না হারিয়ে জয় পায় বাংলাদেশ। জ্যোতি ১৮ ও মুস্তারি অপরাজিত থাকেন ১৯ রানে।
পাকিস্তানের পক্ষে ১০ ওভারে এক মেডেনসহ ২৭ রান দিয়ে দুই উইকেট পান ডায়ানা বেগ।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ৫০ ওভারে ১৬৬/৯। (সাদাফ ৩১, সিদরা ৮৪*, মুনিবা ১৪, মারুফ ২, আলিয়া ১, নিদা দার ৮, আলভি ১, উম্মে হানি ০, ডায়ানা ১১, নাশরা ৩, সাদিয়া ৫*; মারুফা ৬-১-২২-০, নাহিদা ১০-৩-২৬-৩, রাবেয়া ১০-০-৩৫-২, ফাহিমা ১০-০-৩৩-১, নিশি ১০-১-২৯-১, স্বর্ণা ৪-০-১৯-১)
বাংলাদেশ : ৪৫.৪ ওভারে ১৬৭/৩। (ফারজানা ৬২, মুর্শিদা ৫৪, জ্যোতি ১৮*, ফাহিমা ০, মুস্তারি ১৯*; সাদিয়া ১০-০-৩০-০, ডায়ানা ৫.৪-০-৩৫-০, নিদা দার ৯-০-৩৩-০, নাশরা ১০-১-২৭-২, উম্মে হানি ১০-০-৩২-০, মারুফ ১-০-৩-০)
ফল : বাংলাদেশ সাত উইকেটে জয়ী।