নির্ভার রোনালদোর পায়ে ছুটছে আল-নাসের
বয়স ৩৯ ছুঁই ছুঁই। এই বয়সে বুটজোড়া তুলে রাখার ভাবনাই হয়তো মাথায় উঁকি দেওয়া স্বাভাবিক। কিন্তু, ক্রিস্টিয়ানো রোনালদোর ক্ষেত্রে এমনটি ভাবলে ভুল হবে। গোটা ক্যারিয়ারজুড়ে চ্যালেঞ্জ নিতে ভালোবেসেছেন তিনি। নিজের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করেছেন আরেকটু ভালো করার জন্য। পরিশ্রম ও উদ্যমের সমন্বয়ে সময়ের অন্যতম সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সিআরসেভেন।
চলতি সৌদি আরবে আছেন দুর্দান্ত ছন্দে। নিয়মিতই পাচ্ছেন গোলের দেখা। ইতোমধ্যে ১৮ ম্যাচে করেছেন ১৮ গোল। সৌদি প্রো লিগে ১৩ ম্যাচে পেয়েছেন ১৫ গোল। সর্বশেষ ম্যাচে আখদাউদের বিরুদ্ধে আজ শনিবার (২৫ নভেম্বর) করেছেন জোড়া গোল। দুটি গোলই ছিল চোখধাঁধানো। রোনালদোর অনবদ্য পারফরম্যান্সে আল-নাসেরও পেয়েছে ৩-০ গোলের জয়।
ম্যাচের প্রথমার্ধ্বে কোনও গোল পাননি সিআরসেভেন। কিন্তু, ৭১ থেকে ৮০, এই ১০ মিনিটে করেছেন তিন গোল। একটি বাতিল হয় অফসাইডের কারণে। বুক দিয়ে বল রিসিভ করে দুরন্ত শটে বল জালে জড়ালেও অপসাইডের খড়গে সেটি বাদ পড়ে। ৭৭ মিনিটে আর হতাশ হতে হয়নি তাকে। ডি বক্সের ডান কোণ থেকে আখদাউদের তিন ডিফেন্ডারের ফাঁক গলে আড়াআড়ি শটে বল জালে জড়ান।
ম্যাচের ৮০ মিনিটে করেন দ্বিতীয় গোল। ডি বক্সের বেশ বাইরে বল পান তিনি। জটলার মধ্যেই বুক দিয়ে রিসিভ করেন বল। সামনে প্রতিপক্ষ গোলরক্ষক আর বক্সের ভেতর চারজন ডিফেন্ডার। রোনালদোর করা ভলি ঠেকাতে পারেনি কেউই।
রোনালদো এখন নির্ভার ফুটবল খেলছেন। সামর্থ্যের মধ্যে থাকা সবই অর্জন করেছেন। বাকিটা সময় এখন শুধুই উপভোগের পালা। নিজের বিখ্যাত সিউ উদযাপনের সঙ্গে এখন আরবের ভক্তদের জন্য বের করেছেন নতুন উদযাপন, ‘ভালোবাসার চিহ্ন।‘