দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল
আগামী ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজকে সামনে রেখে শনিবার (২৫ নভেম্বর) দিনগত রাতে জোহানেসবার্গে পৌঁছেছেন জ্যোতি-মারুফারা।
ভারত ও পাকিস্তানের বিপক্ষে পরপর দুটি হোম সিরিজ খেলা বাংলাদেশের এটি অ্যাওয়ে সিরিজ। আগামী ৩ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হবে দুদলের লড়াই। আফ্রিকার উইলোমুরে পার্কে প্রথম টি-টোয়েন্টি আগামী ৩ ডিসেম্বর। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৬ ও ৮ ডিসেম্বর। দুটি ম্যাচেরই ভেন্যু কিম্বারলি ওভাল স্টেডিয়াম।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে ১৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। বাফেলো পার্কে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচ ২০ ও ২৩ ডিসেম্বর। ম্যাচ দুটির ভেন্যু জেবি মার্কস ওভাল ও উইলোমুরে পার্ক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশের স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন, ফারজানা হক পিংকি, সোবহানা মুস্তারি, লতা মণ্ডল, রিতু মনি, স্বর্ণা আক্তার, শরিফা খাতুন, সুমাইয়া আক্তার, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার ও দিশা বিশ্বাস।
স্ট্যান্ডবাই
শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা ও নিশিতা আক্তার নিশি।