স্মরণীয় জয়ে সিরিজ শুরু বাংলাদেশের
মাঠের ক্রিকেটে সময়টা দারুণ কাটছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে সিরিজে জিতেছে নিগার সুলতানার দল। সেই আত্মবিশ্বাস পুঁজি করেই এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রান গড়ার ম্যাচে বাংলাদেশের জয় ১৩ রানে।
আজ রোববার (৩ ডিসেম্বর) বেনোনিতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে দুই উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৪৯ রান তোলে বাংলাদেশ। জবাবে আট উইকেট হারিয়ে ১৩৬ রানে থাকে দক্ষিণ আফ্রিকা। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ১৩ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।
১৫০ রানের লক্ষ্যটা যেকোনো দলের জন্য বেশ চ্যালেঞ্জিং। যদিও দুই ওপেনার অ্যানি বস্ক ও তাজমিন ব্রিটস ৬৯ রানের উদ্বোধনী জুটি গড়ে বাংলাদেশকে বেশ চাপে ফেলে। তবে সেই চাপ কাটাতে সময় লাগেনি বাংলাদেশের। দলীয় ৬৯ রানের মাথায় ব্রিটসকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন রাবেয়া খান। এরপর বোলারদের দাপটের সামনে দাঁড়াতেই পারেনি প্রোটিয়ারা। নিয়মিত বিরতিতে উইকেই হারিয়ে ১৩৬ রানে থামে স্বাগতিকরা। একটা সময় হারতে বসা ম্যাচে বাংলাদেশ যেভাবে ঘুঁরে দাঁড়িয়ে জয় তুলে নিল, তা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে।
এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার শামীমা সুলতানা ও মুর্শিদা খাতুন। গড়েন ৪২ রানের উদ্বোধনী জুটি। তবে ব্যক্তিগত ২৪ রানে বিদায় নেন শামীমা। নন্দুমিসো সাঙ্গাসের বলে তিনি ক্যাচ দিয়ে ফেরেন। এরপরও ব্যাট হাতে নিজের লড়াই জারি রাখেন মুর্শিদা।
শবনম মুস্তারি ১৭ বল খেলে আউট হন ১৬ রান করে। দলীয় ৮৩ রানের মাথায় আউট হন তিনি। অধিনায়ক জ্যোতিকে নিয়ে পরবর্তীতে বাকিটা সময় দারুণভাবে সামলেছেন মুর্শিদা। একপর্যায়ে টি-টোয়েন্টিতে তিনি নিজের তৃতীয় অর্ধশতকও তুলে নেন। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬২ রানে। এই দুইজনের ব্যাটে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় বাংলাদেশ।
আগামী ৬ ডিসেম্বর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ কিম্বার্লিতে। তৃতীয় টি-টোয়েন্টি একই ভেন্যুতে ৮ ডিসেম্বর। এরপর ১৬, ২০ ও ২৩ ডিসেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে দুই দল। পচেফস্ট্রুম, ইস্ট লন্ডন ও বেনোনি-আলাদা আলাদা তিনটি ভেন্যুতে বাংলাদেশ স্বাগতিকদের মুখোমুখি হবে।
ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। চ্যাম্পিয়নশিপের সেরা ছয়টি দল খেলবে ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি। ১২ ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে বাংলাদেশ। ৯ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ভারত।