অ্যাম্বাসি ফুটবল ফেস্টে রানার্সআপ মার্কিন দূতাবাস
ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসের অংশ্রগ্রহণে অনুষ্ঠিত হলো চতুর্থ অ্যাম্বাসি ফুটবল ফেস্ট। পুরো আসরে চমৎকার খেলে ফাইনাল নিশ্চিত করে মার্কিন দূতাবাস। যদিও শিরোপা লাভ করতে পারেনি তারা। যুক্তরাজ্য দূতাবাসের সঙ্গে জমজমাট ম্যাচে খেলে ১-০ গোলে রানার্সআপ হয় তারা।
১৪ দেশের দূতাবাস, ইউএন ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অংশগ্রহণে ১৬ দল নিয়ে আয়োজিত হয় আসরটি। সব খেলা হয় নকআউট পদ্ধতিতে। গতকাল বুধবার (৬ ডিসেম্বর) ফাইনাল অনুষ্ঠিত হয় রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। আর ন্যূনতম ব্যবধানে জয় তুলে নেয় যুক্তরাজ্য দূতাবাস। টুর্নামেন্টে এটি তাদের প্রথম শিরোপা।
রানার্সআপ হয়েও উচ্ছ্বসিত মার্কিন দূতাবাস ঢাকা। ব্যস্ত সূচির ফাঁকে এই খেলাটি মূলত একটি উৎসব। যেখানে জয়-পরাজয় মুখ্য নয়। ফাইনাল শেষে ইউএস অ্যাম্বাসি ঢাকা নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করে। অভিনন্দন জানায় অংশগ্রহণকারী দলকে।
ওই পোস্টে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকা ফুটবল দল সম্প্রতি অ্যাম্ব্যাসি ফুটবল ফেস্ট ২০২৩-এ দ্বিতীয় স্থান অর্জন করেছে। এই অর্জনকে আমরা গর্বের সঙ্গে উদযাপন করছি। তুমুল প্রতিযোগিতার মধ্যে আমাদের দল অসামান্য দক্ষতা, প্রবল নিষ্ঠা ও প্রশংসনীয় ক্রীড়ানৈপুণ্য দেখিয়েছে।’