ভারতকে পাত্তা না দিয়ে পাকিস্তানের রেকর্ড গড়া জয়
বিশ্বকাপ কিংবা এশিয়া কাপের মঞ্চে ভারতের বিপক্ষে পাকিস্তানের লড়াইহীন হার যেন অনেকটাই প্রত্যাশিত। জাতীয় দলের ক্রিকেটাররা না পারলেও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা সেই পরিসংখ্যানে কিছুটা বদল এনেছেন। এশিয়া কাপের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের রীতিমত উড়িয়ে দিয়েছেন পাকিস্তানি যুবারা।
গতকাল রোববার (১০ ডিসেম্বর) দুবাইতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতেছে পাকিস্তান। টস হেরে আগে ব্যাটিংয়ে নামা ভারতের ৯ উইকেটে ২৫৯ রানের জবাবে ১৮ বল হাতে রেখে ২ উইকেটে ২৬৩ রান তুলে জয় নিশ্চিত করে তারা।
মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। তারা দলীয় ২৮ রানেই হারায় শামিল হোসাইনের উইকেট। এই পাকিস্তানি ব্যাটার আউট হন মাত্র ৮ রান করে। দ্বিতীয় উইকেটে ১১০ রান যোগ করেন শাহজিব খান ও আজান আওয়াইস।
শাহজিব ৮৮ বলে ৬৩ রান করে ফিরে গেলেও ১৩০ বলে ১০৫ রানের ইনিংস খেলে পাকিস্তানকে জয়ের বন্দরে পৌঁছে দেন আজান। তার সঙ্গে ৫১ বলে ৬৮ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন সাদ বেগ। ভারতের হয়ে দুটি উইকেটই নিয়েছেন মুরুগান অভিষেক।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৩৯ রান যোগ করেন আর্শিন কুলকার্নি ও আদর্শ সিং। আর্শিন আউট হয়েছেন ২৪ বলে ২৪ রান করে। এরপর ময়ুর প্যাটেল ফিরে যান মাত্র ১ রান করে। তৃতীয় উইকেটে দলের হাল ধরেন আদর্শ ও অধিনায়ক উদয় শাহারান। এই দুজনে মিলে যোগ করেন ৯৩ রান।
আদর্শ ফিরেছেন ৮১ বলে ৬২ রান করে। শাহারান ৬০ রানের বেশি করতে পারেননি। এই দুজনের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ভারত। যদিও একপ্রান্ত আগলে রেখে ৪২ বলে ৫৮ রানের ইনিংস খেলে ভারতকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন শচিন দাস।
এই জয়ের ফলে ৪ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপের শীর্ষে জায়গা করে নিয়েছে পাকিস্তান। দুই ম্যাচ খেলে দুই ম্যাচেই তারা জয় পেয়েছে। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল ভারতীয় দল। এখন দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে হেরে সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় রয়েছে টিম ইন্ডিয়া। আগামী ১২ ডিসেম্বর নেপালের বিপক্ষে লিগের শেষ ম্যাচ খেলতে হবে দলটিকে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত অনূর্ধ্ব–১৯ দল: ৫০ ওভারে ২৫৯/৯ (আদর্শ ৬২, উদয় ৬০; জিসান ৪/৪৬)।
পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দল: ৪৭ ওভারে ২৬৩/২ (আওয়াইস ১০৫*, সাদ ৬৮*; অভিষেক ২/৫৫)।
ফল: পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দল ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: আজান আওয়াইস।