দক্ষিণ আফ্রিকায় মেয়েদের ঐতিহাসিক জয়
সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে বাংলাদেশ নারী দল বেশ ভালো করছে। চলতি বছর মিরপুরে শক্তিশালী ভারতের বিপক্ষে সিরিজ ড্র। একই ভেন্যুতে গত মাসে পাকিস্তানের বিপক্ষে পিছিয়ে পড়েও সিরিজ জয়। আর এবার দক্ষিণ আফ্রিকার বিরূপ কন্ডিশনে প্রথমবার ওয়ানডে জেতার ইতিহাস গড়ল নিগার সুলতানার দল।
গতকাল শনিবার (১৬ ডিসেম্বর) ইস্ট লন্ডনের বাফেলো পার্কে সিরিজের প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে ২৫০ রান করে বাংলাদেশ। জবাবে বাংলাদেশের স্পিন বিষে ৩৬.৩ ওভারে ১৩১ রানেই কাবু হয়ে যায় প্রোটিয়ারা। ১১৯ রানের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ। যা রানের হিসেবে ওয়ানডেতে বাংলাদেশ নারী দলের সবচেয়ে বড় জয়।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন ফারজানা হক ও শামীমা সুলতানা। উদ্বোধনী জুটিতে দুজন তোলেন ৬৬ রান। সেই ভিতের ওপর দাঁড়িয়েই ক্যারিয়ারসেরা অপরাজিত ৯১ রানের ইনিংস উপহার দেন তিনে নামা মুর্শিদা খাতুন। শামীমা আউট হওয়ার পর ফারজানা, অধিনায়ক নিগার ও স্বর্ণা আক্তারের সঙ্গে মুর্শিদা গড়েন তিনটি মূল্যবান জুটি। তাতেই নিজেদের ওয়ানডে ইতিহাসে রেকর্ড সংগ্রহ পেয়ে যায় বাংলাদেশ।
পরে নাহিদা-রাবেয়াদের তোপে ৭৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে প্রোটিয়ারা। একশর আগে হারায় ৮ উইকেট। পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা করেছেন সাত নম্বরে নামা এলিজ-মারি মারক্স। শেষ ব্যাটার হিসেবে তিনিই আউট হয়েছেন ৩৫ করে। ৩৬.৩ ওভারে ১৩১ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের নাহিদা আক্তার নেন ৩টি উইকেট। সুলতানা খাতুন, রাবেয়া খান আর ফাহিমা খাতুনের শিকার ২টি করে উইকেট।
এই জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। আগামী বুধবার পচেফস্ট্রুমে দ্বিতীয় ওয়ানডে জিতলেই সিরিজ নিজেদের করে নেবে নিগার সুলতানার দল।