শিবলীর সেঞ্চুরিতে ফাইনালে বড় পুঁজি পেল বাংলাদেশ
আকবর আলীর নেতৃত্বে ২০২০ সালে যুব বিশ্বকাপ ট্রফি জয়ের পর বৈশ্বিক আসরে তেমন কোনো সাফল্য নেই অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের। তবে, এবার মাহফুজুর রহমান রাব্বির দলের সামনে সুযোগ এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার। সেই স্বপ্ন নিয়ে ফাইনালে আরব আমিরাতের বিপক্ষে লড়ছে লাল-সবুজের দল। আগে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকদের ২৮৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ।
আজ রোববার (১৭ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে আট উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৮২ রান তোলে বাংলাদেশ। ব্যাট হাতে সর্বোচ্চ ১২৯ রান করেন ওপেনার আশিকুর রহমান শিবলী।
কিছুটা দেখেশুনে শুরু করলেও দ্রুতই ওপেনার জিসান আলমকে হারায় বাংলাদেশ। দলীয় ১৪ রানের মাথায় ওমিদ রহমানের বলে স্লিপে ধ্রুব পারাশারের হাতে ধরা পড়েন এই ডানহাতি ব্যাটার। আউটের আগে করেন ১৫ বলে সাত রান।
জিসানের বিদায়ে কিছুটা চাপে পড়লেও শিবলী-রিজওয়ানের ব্যাটে দারুণভাবে সেই চাপ সামাল দেয় বাংলাদেশ। এই দুইজন মিলে গড়েন ১২৫ রানের জুটি। তবে, দলীয় ১৩৯ রানে পারাশারের বলে বাদামির হাতে ক্যাচ দিয়ে ফেরেন রিজওয়ান। সাজঘরে ফেরার আগে করেন ৭১ বলে ৬০ রান।
এরপর সেমিফাইনালে ভারতের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করা আরিফুল ইসলামকে নিয়ে জুটি গড়েন শিবলী। মাঝে ১২৯ বলে আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন এই ডানহাতি ব্যাটার। তার সেঞ্চুরির পরই ৩৯ বলে ফিফটির দেখা পান আরেক ব্যাটার আরিফুল। অবশ্য ফিফটি হাঁকিয়েই এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে বিদায় নেন আরিফুল। আউটের আগে খেলেন ৪০ বলে ৫০ রানের দুর্দান্ত ইনিংস।
এরপর আহরার আমিনকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন শিবলী। তবে, দলীয় ২৪৫ রানে হার্দিকের বলে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন আহরার। বাঁহাতি এই ব্যাটার পাঁচ রানের বেশি করতে পারেননি। ১৪৯ বলে ১২৯ রানের অনবদ্য এক ইনিংস খেলে দলীয় ২৮২ রানে আউট হন শিবলী। শেষমেশ ২৮২ রানে থামে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ৫০ ওভারে ২৮২/৮ (শিবলী ১২৯, জিসান ৭, রিজওয়ান ৬০, আরিফুল ৫০, আহরার ৫, শিহাব ৩, রাব্বি ২১, জীবন ১, বর্ষন ০ ; অমিদ ১০-১-৪১-২, আয়মান ১০-০-৫২-৪, আফজাল ৮-০-৪৪-০, হার্দিক ৮-০-৫০-১, বাদামি ১-০-৯-০, ধ্রুব ৬-০-৩০-১, অক্ষত ৩-০-২৫-০, ইয়ায়িন ৪-০-৩০-০)