ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এগিয়েছেন শরিফুল
নিউজিল্যান্ডে সময়টা ভালো কাটছে না বাংলাদেশের । টানা দুই ওয়ানডে হারে হাতছাড়া হয়েছে সিরিজ। ব্যাটে-বলে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছেন না ক্রিকেটাররা। মাঠের খেলায় ভালো না করলেও, র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলামের। ওয়ানডে ও টি-টোয়েন্টি, দুই সংস্করণেই উন্নতি হয়েছে পেসার শরিফুলের। আইসিসির সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে আজ বুধবার (২০ ডিসেম্বর) এক ধাপ করে এগিয়েছেন দুজনই।
ওয়ানডেতে এক ধাপ এগিয়ে বোলারদের তালিকায় মিরাজের বর্তমান অবস্থান ৩৯তম। তার রেটিং পয়েন্ট ৫০৯। ৬০ থেকে ৫৯ এ উন্নীত হয়েছেন শরিফুল। তার রেটিং পয়েন্ট ৪৭০। মাঠের বাইরে থাকলেও বাংলাদেশি বোলারদের মধ্যে সবার ওপরে আছেন সাকিব আল হাসান। ৫৭২ পয়েন্ট নিয়ে তিনি আছেন ২৩ নম্বরে।
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ব্যাটারদের তালিকায় এগোয়নি কোনো বাংলাদেশি। তবে, ওয়ানডেতে আবারও শীর্ষে উঠে এসেছেন পাকিস্তানি তারকা বাবর আজম। ৮২৪ রেটিং পয়েন্ট নিয়ে পেছেনে ফেলেছেন ভারতীয় ব্যাটার শুভমান গিলকে।
টি-টোয়েন্টি বোলারদের তালিকায় এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। ৫০৭ রেটিং পয়েন্ট নিয়ে তার বর্তমান অবস্থান ৪০ নম্বরে। ক্ষুদ্র সংস্করণেও একধাপ এগিয়েছেন শরিফুল। তার অবস্থান ৮৭ নম্বরে।
ওয়ানডে ও টি-টোয়েন্টি অলরাউন্ডারের তালিকায় যথারীতি শীর্ষে আছেন সাকিব।