নতুন বছরে চোখ মিরাজের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/01/01/miraz-afp.jpg)
বাংলাদেশ দলের অন্যতম সেরা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও দলের অন্যতম ভরসা তিনি। তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের নিয়মিত মুখ মিরাজ। ২০২৩ সালটা প্রত্যাশা অনুযায়ী না কাটলেও একেবারে খারাপ করেননি। ৩৭ ম্যাচে করেছেন ৭৬৬ রান, পেয়েছেন ৪২ উইকেট।
এবার সদ্যগত বছরকে পেছনে ফেলে সামনের দিকে তাকাতে চান মিরাজ। খেলতে চান আরও ভালো। নতুন বছর নিয়ে আজ সোমবার (১ জানুয়ারি) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দেন এই তারকা। নিজের পোস্টে মিরাজ বলেন, ‘সব অধ্যায়ে জয় আসবে না। কিন্তু, তাই বলে থেমে থাকা যাবে না। এগিয়ে যেতে হবে অনেক দূর। চোখ এখন ২০২৪ সালে।’
২০২৩ সালটা বাংলাদেশের ক্রিকেটের জন্য কেটেছে অম্লমধুর। ওয়ানডে বিশ্বকাপ শেষ হয়েছে চূড়ান্ত হতাশায়। তবে, বছরের শেষ দিকে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো হারায় বাংলাদেশ। সব মিলিয়ে শেষটা হয়েছে সুন্দর।
গত বছর তিন সংস্করণ মিলিয়ে ৫০ ম্যাচ খেলে ২৪টিতে জয় পেয়েছে বাংলাদেশ। ২০১৮ সালে ৪৪ ম্যাচে ২১ জয় ছাপিয়ে যা নতুন রেকর্ড।