চার ম্যাচ খেলেই টেস্টকে বিদায় বললেন ক্লাসেন
দক্ষিণ আফ্রিকার হয়ে ২০১৯ সালে সাদা পোশাকে অভিষেক হয় হেনরিখ ক্লাসেনের। এরপর পাঁচ বছরে মাত্র চারটি টেস্ট খেলেছেন এই মারকুটে ব্যাটার। আর এই চার ম্যাচেই শেষ হলো তার টেস্ট ক্যারিয়ার। লাল বলের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন এই প্রোটিয়া তারকা।
আজ সোমবার (৮ জানুয়ারি) এক বিবৃতিতে ক্লাসেন বলেছেন, ‘সঠিক সিদ্ধান্ত নিচ্ছি কি না, সেটা ভেবে কয়েকটি নির্ঘুম রাত কাটানোর পর আমি লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এটা কঠিন সিদ্ধান্ত, কারণ ক্রিকেটে এটি আমার সবচেয়ে প্রিয় সংস্করণ।’
হেনরিখ ক্লাসেন আরও বলেন, ‘মাঠে এবং মাঠের বাইরে যে লড়াইয়ের মুখোমুখি হয়েছি, সেগুলোই আমাকে আজকের ক্রিকেটার বানিয়েছে। দারুণ একটি যাত্রা ছিল এবং আমি দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আনন্দিত। যা পেয়েছি, এর মধ্যে আমার ব্যাগি টেস্ট ক্যাপটিই সবচেয়ে মূল্যবান।’
দক্ষিণ আফ্রিকার হয়ে সাদা পোশাকে চার ম্যাচে ক্লাসেন করেছেন ১০৪ রান। ২০১৯ সালে রাঁচিতে ভারতের বিপক্ষে অভিষেকের তিন বছরেরও বেশি সময় পর গত বছর ক্লাসেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টটি খেলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেন দুটি টেস্ট। তার অবসরের পেছনে দল থেকে বাদ পড়াও তেমন কোনো কারণ নয়, তবে আইপিএল, দ্য হান্ড্রেড এবং যুক্তরাষ্ট্রের এমএলসি-তে খেলার প্রতিশ্রুতিসহ সম্ভবত ক্লাসেন তার ক্যারিয়ারের এই পর্যায়ে ফ্র্যাঞ্চাইজি লিগেই বেশি মনোযোগী হবেন।