হঠাৎ টেস্টকে বিদায় বলে দিলেন ডি কক
সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু, বছরের শেষ দিকে এসে বড় দুঃসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার হারের পর হঠাৎ করেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন দেশটির উইকেটকিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি কক।
এক বিবৃতিতে খবরটি জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, পরিবারের সঙ্গে আরও সময় কাটাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন কক।
অবশ্য ভারতের বিপক্ষে পরের টেস্ট দুটি এমনিতেও খেলার কথা ছিল না তাঁর। পিতৃত্বকালীন ছুটি নিয়ে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টে আগেই ছুটি নিয়েছিলেন তিনি। এবার তো টেস্ট ছাড়ারই ঘোষণা দিয়ে দিলেন। মাত্র ২৯ বছর বয়সেই সাদা পোশাককে বিদায় বলে দিলেন প্রোটিয়া তারকা।
এক বিবৃবতিতে ডি কক বলেন, ‘এ সিদ্ধান্ত খুব সহজে আসেনি। ভবিষ্যৎ কেমন হবে এবং সামনের পথচলায় সবচেয়ে প্রাধান্য দেব কোনটি—এসব নিয়ে অনেক ভেবেছি আমি। সাশা (ডি ককের স্ত্রী) ও আমি আমাদের প্রথম সন্তানকে স্বাগত জানানোর অপেক্ষায় আছি এবং এর পরও পরিবার গড়ে তুলতে চাই।’
কক আরও বলেন, ‘পরিবারই আমার কাছে সবকিছু এবং আমাদের জীবনের এ নতুন ও রোমাঞ্চকর সময়ে ওদের সঙ্গে কাটানোর সময় ও সুযোগ চাই আমি।’
টেস্ট ছাড়লেও সীমিত ওভারের ফরম্যাটে পাওয়া যাবে ডি কককে। মাত্র ৫৪ ম্যাচ খেলে টেস্ট ক্যারিয়ারকে বিদায় জানালেন তিনি। এই ৫৪ ম্যাচে ছয় সেঞ্চুরিতে ৩৮.৮২ গড়ে তাঁর রান তিন হাজার ৩০০। পাশাপাশি উইকেটের পেছনে ডিসমিসাল ২৩২টি।