বিপিএল দিয়ে বিশ্বকাপে নজর শরিফুলের
বাংলাদেশের ঘরোয়া লিগের সবচেয়ে বড় টুর্নামেন্ট বিপিএল। খেলোয়াড় থেকে শুরু করে ভক্তরা—সবাই টুর্নামেন্টটির অপেক্ষায় থাকেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরে অপেক্ষাটা যেন আরও বেশি। কারণ, এই টুর্নামেন্ট দিয়েই অনেকে নির্বাচকদের নজরে আসতে পারেন। অনেকে আবার, বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে পারবেন।
এদের মধ্যেই একজন শরিফুল ইসলাম। বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে বাংলাদেশের ঘরোয়া লিগটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি। তিনি মনে করেন, এই টুর্নামেন্ট বিশ্বকাপের জন্য খুব সাহায্য করবে।
এবারের বিপিএলে দুর্দান্ত ঢাকার হয়ে খেলবেন শরিফুল। দলটির সঙ্গে প্রস্তুতিও শুরু হয়ে গেছে তার। প্রস্তুতির এক ফাঁকেই আজ সোমবার সাংবাদিকদের তিনি বলেছেন, ‘বিপিএল অনেক সাহায্য করবে। যেহেতু সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমাদের এটিই (মূল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সবাই চাইবে নিজেদের সেরাটা দিয়ে পারফর্ম করতে, আর নতুন কিছু করতে। এটা বিশ্বকাপেও আমাকে সাহায্য করবে।’
এ ছাড়া গত বছর বল দুর্দান্ত কাটানো শরিফুল এই বছর বিপিএল দিয়ে করতে চান দারুণ সূচনা, ‘গত বছরটা আমার খুব ভালো গেছে, বিশেষ করে শেষ ৬-৭ মাস। নতুন বছরে বিপিএল দিয়েই ক্রিকেটে ফিরব। চেষ্টা থাকবে সেই ফর্মটা ধরে রাখার। আসলে যতটা ফিট থেকে খেলা যায়, সে চেষ্টাও থাকবে। কারণ, সামনে দেশের হয়ে অনেক খেলা আছে। এটাই আমার মূল লক্ষ্য।’
নিজ দল দুর্দান্ত ঢাকা নিয়ে শরিফুল বলেছেন, ‘আমাদের প্রথম লক্ষ্য থাকবে চারে ওঠা। সুপার ফোরে (প্লে–অফে) উঠতে পারলে আমরা ফাইনালের চিন্তা করব। আমাদের দলে আমি আছি, সৈকত ভাই আছে, তাসকিন ভাই আছে, ইরফান শুক্কুর ভাই আছে, সাইফ হাসান আছে, নাঈম শেখ আছে; দেশি প্লেয়াররা আমরা যদি ভালো করি, কিছু কিছু ম্যাচে উইনিং পারফরম্যান্স করি, তাহলে আমরা ভালো করব।’