‘জুয়াড়ি’র আইফোনে আউট নাসির!
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/01/16/gz7la-highres.jpg)
নাসির হোসেন হতে পারতেন বাংলাদেশ ক্রিকেটের সফল এক নাম। তা না হয়ে, তিনি এখন হতাশার প্রতিশব্দ। সঙ্গে যুক্ত হয়েছে লজ্জা। যে লজ্জা আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) আরও বেড়েছে। সব ধরনের ক্রিকেট থেকে নাসিরকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। আর এর পেছনে অন্যতম কারণ, একটি আইফোনের লোভ সামলাতে না পারা। ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগে খেলার সময় সন্দেহভাজন এক ব্যক্তির কাছ থেকে আইফোন ১২ উপহার হিসেবে নেন নাসির।
৭৫০ ডলারের সেই উপহার যার কাছ থেকে নিয়েছেন, আইসিসির ধারণা তিনি একজন জুয়াড়ি। নাসির উপহার নিতেই পারেন। তবে, সেই উপহারের রশিদ কিংবা কোনো সঙ্গত কারণ উপস্থাপন করতে পারেননি আইসিসিকে। ফলে, তার বিরুদ্ধে তদন্ত হয়। তদন্তের প্রেক্ষিতে আজ নাসিরকে নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।
আজ সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির দুর্নীতিবিরোধী নীতির তিনটি ধারা ভঙ্গ করায় এ নিষেধাজ্ঞার মুখে পড়েছেন নাসির। আইফোন নিয়ে রশিদ দেখাতে ব্যর্থ হয়ে ভাঙেন ধারা ২.৪.৩।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/01/16/shtt.jpg)
ধারা ২.৪.৪ এ নাসিরের বিরুদ্ধে অভিযোগ আনা হয় এই বলে যে, তাকে কোনো প্রকার ম্যাচ পাতানো বা দুর্নীতি করতে বলা হয়েছিল কি না, তদন্ত কর্মকর্তাদের সে বিষয়ে সঠিক তথ্য দেননি তিনি।
সর্বশেষ যে ধারায় নাসিরকে অভিযুক্ত করা হয়, সেই ধারা ২.৪.৬ এ বলা হয়েছে, কোনো কারণ ছাড়াই তদন্তে সহায়তা করতে অস্বীকৃতি জানান বাংলাদেশি এই ক্রিকেটার।