ভারতকে হারাতে বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ
যুব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষার মুখে পড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রতিপক্ষ হিসেবে পেয়েছে শক্তিশালী ভারতকে। যাদের বিপক্ষে আগে বল করতে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। মারুফ মৃধার ফাইফারের পরও বাংলাদেশের সামনে ২৫২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ভারতীয়রা।
আজ শনিবার (২০ জানুয়ারি) যুব বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান তুলেছে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন আদর্শ সিংহ। ৯৬ বলে যাতে ছিল ৬ চারের মার।
দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনের এই মাঠে যুব ক্রিকেটে সফলভাবে চেইজ করা সর্বোচ্চ লক্ষ্যমাত্রাটা হলো ২৪৩। কিন্তু বাংলাদেশের সামনে আজ লক্ষ্যটা ২৫২ রানের। তার মানে আজ জিততে হলে দক্ষিণ আফ্রিকার মাটিতে রেকর্ড গড়তে হবে বাংলাদেশের যুবাদের।
এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। অধিনায়কের সিদ্ধান্তটা শুরুর দিকে ভালোই কাজে লাগায় বাংলাদেশ। ভারতের দলীয় ৩১ রানের মাথাতেই তুলে নেয় দুটি উইকেট। ভারত শিবিরে প্রথম আঘাত হানেন মারুফ মৃধা। ৭ রান করা আর্শিন কুলকার্নিকে বিদায় করেন এই পেসার।
দ্বিতীয় আঘাতটাও আনেন মারুফ। এবার ফিরিয়ে দেন মুশের খানকে। কিন্তু এর পরেই ঘুরে দাঁড়ায় ভারত। আদর্শ সিংহ ও উদয় শাহারন মিলে গড়ে তুলেন শক্ত জুটি। এই জুটিতেই বড় পুঁজির ভিত পেয়ে যায় ভারত।
শেষ পর্যন্ত এই জুটি ভাঙলেও ভারতের রানের গতি নিয়ন্ত্রণে আনতে পারেনি বাংলাদেশ। পাঁচ উইকেট তুলে নেওয়া মারুফও পারেননি লাগাম টানতে। নির্ধারিত ওভারে ভারত থামে ২৫১ রানে। ৬৪ রান করেছেন অধিনায়ক উদয় শাহারন। যা সাজানো ছিল ৯৪ বলে চার বাউন্ডারি দিয়ে। মাঝে তিনটি ছোট ছোট ইনিংস খেলেন প্রিয়াংশু (২৩), অভয়নিশ (২৩) এবং শচীন (২৬)।
বাংলাদেশের পক্ষে ৫ উইকেট নেন মারুফ মৃধা। ১টি করে উইকেট নেন রোহানাত দৌলা বর্ষণ ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।