নাটকীয় জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ
শেষ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার মেয়েদের প্রয়োজন ছিল ৯ রান, হাতে ছিল সাত উইকেট। স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কাকেই এগিয়ে রাখতেন সবাই। তবে, এখান থেকে অবিশ্বাস্যভাবে বাংলাদেশকে জেতান জান্নাতুল মাওয়া। তার দুর্দান্ত বোলিংয়ে এক রানের রুদ্ধশ্বাস জয়ে অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ।
আজ রোববার (২৮ জানুয়ারি) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে রাবেয়া খানের অর্ধশতকে ভর করে ছয় উইকেটে স্কোরবোর্ডে ১১৪ রান তোলে বাংলাদেশের মেয়েরা। জবাবে শেষ ওভারে মাওয়ার দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলঙ্কা থামে পাঁচ উইকেটে ১১৩ রানে।
১১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ব্যাটে ভালো শুরু পায় শ্রীলঙ্কা। ১০ ওভার তিন বলের জুটিতে নেথমি পূর্ণা সেনারত্না ও দেওমি বিহঙ্গ বিজেরত্নে যোগ করেন ৫৬ রান। দেওমিকে ৩০ রানে ফিরিয়ে জুটি ভাঙেন রাবেয়া খান। কিছুক্ষণ পর তাকে অনুসরণ করেন ২৭ রান করা নেথমিও। তবু মানুদি দুলানসা নানায়াক্কারা ও গুনারাথনার জুটিতে ম্যাচে ছিল শ্রীলঙ্কা। যদিও শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে জয় এনে দিতে পারেনি তারা।
এর আগে, ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো করতে পারেনি বাংলাদেশ। স্বাগতিকরা প্রথম চার উইকেট হারায় ২৮ রানে। এখান থেকে দলকে লড়াইয়ের মতো পুঁজি এনে দেন রাবেয়া খান ও আফিয়া আসিমা ইরা। রাবেয়া ৪০ বলে ৫০ রান করে অপরাজিত ছিলেন। আর আফিয়া করেন ৪৬ বলে ৪১ রান।