যুব বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা
চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ। এ, বি, সি ও ডি চারটি গ্রুপ থেকে তিনটি করে দল সুপার সিক্স নিশ্চিত করেছে। চারটি গ্রুপের শেষে থাকা চারটি দল ছিটকে গিয়েছে শিরোপার দৌড় থেকে। সুপার সিক্স রাউন্ডে কোন দল কাদের বিপক্ষে কখন মাঠে নামবে, সেই সূচি প্রকাশ করেছে আইসিসি।
গতকাল রোববার রাতে (২৮ জানুয়ারি) এক বিবৃতির মাধ্যমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের সূচি প্রকাশ করে আইসিসি। যুব বিশ্বকাপের ফরম্যাট অনুযায়ী অংশগ্রহণকারী ১৬ দলের মধ্যে ১২টির জায়গা হয়েছে সুপার সিক্সে। ছয়টি দল নিয়ে দুটি গ্রুপ করা হয়েছে। বাংলাদেশ আছে গ্রুপ ওয়ানে। গ্রুপে মোট ছয়টি দল থাকলেও প্রতিটি দলের ম্যাচ দুটি। বাংলাদেশের সেই দুই প্রতিপক্ষ হচ্ছে পাকিস্তান ও নেপাল।
বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ জানুয়ারি, প্রতিপক্ষ নেপাল। আর পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ ৩ ফেব্রুয়ারি। প্রথমটি ব্লুমফন্টেইনে, পরেরটি বেনোনিতে। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। কিন্তু, পরের দুই ম্যাচে যথাক্রমে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে দাপুটে জয় পায় রাব্বি-শিবলীরা। ২০২০ সালের পর ফের বাংলাদেশের সামনে সুযোগ শিরোপা পুনরুদ্ধারের। আগামী ৬ এবং ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দুই সেমিফাইনাল। ১১ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ফাইনাল ম্যাচ।