মাহমুদউল্লাহ টেস্ট না খেলায় কষ্ট হয় সুজনের
২০২১ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে হুট করেই টেস্ট ফরম্যাটকে বিদায় বলেন মাহমুদউল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ের বিপক্ষে বিদায়ী ম্যাচে ১৫০ রানের অপরাজিত ইনিংস খেলে দেন সামর্থ্যের প্রমাণ। রিয়াদের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের টেস্ট না খেলায় খুব কষ্ট হয় বিসিবি পরিচালক ও সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজনের।
আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাহমুদউল্লাহ রিয়াদের টেস্ট না খেলার প্রসঙ্গে সুজন বলেন, ‘মাহমুদউল্লাহর যে অভিজ্ঞতা আছে আমার মনে হয় ওর জায়গায় চ্যালেঞ্জ করার মতো কোনো প্লেয়ার নেই। আমি তো সব সময়ই বলি, মাহমুদউল্লাহ তিন সংস্করণেই খেলার মতো যোগ্য খেলোয়াড়। আমার খুব কষ্ট হয় যে মাহমুদউল্লাহ টেস্ট খেলে না। সে যে অবসর নিয়েছে, সেটা আমি কোনোভাবেই এখনো মানতে পারি না।’
সুজন আরও যোগ করেন, ‘আমি এখনও মনে করি, রিয়াদের টেস্ট খেলার মতো সামর্থ্য আছে। বাংলাদেশে এমন একজন অভিজ্ঞ খেলোয়াড় অনেক দরকার। হয়তো ব্যক্তিগত কারণে বা বয়সও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে, সে জন্য ও সাদা বলের দিকে মনোযোগী হচ্ছে, সেটাও একটা কারণ হতে পারে। তবে এটা রিয়াদের সিদ্ধান্ত।’
বাংলাদেশের হয়ে ৫০ টেস্টে পাঁচটি শতক ও ১৬টি অর্ধশতক রয়েছে ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের। ৩৩.৪৯ গড়ে রান করেছেন ২৯১৪। টেস্টে বাংলাদেশের ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক রিয়াদ। বল হাতে নিয়মিত না হলেও নামের পাশে আছে ৪৩টি উইকেট। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ৬টি টেস্টে দলকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি।