চমক রেখে প্রাথমিক দল ঘোষণা বাফুফের
ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ ২১ ও ২৬ মার্চ। এর আগে সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ১ মার্চ সৌদি আরব রওনা দেওয়ার আগে ২৮ ফুটবলারকে নিয়ে প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
২১ মার্চ কুয়েতে ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। ২ মার্চ সৌদিতে গিয়ে ১৫ দিনের ক্যাম্প করবে হাভিয়ের কাবরেরার দল। প্রিমিয়ার লিগে ভালো করে দলে জায়গা করে নিয়েছেন তিন নতুন মুখ সৈয়দ কাজেম কিরমানি শাহ, রাব্বি হোসেন রাহুল ও তাজ উদ্দিন।
এছাড়াও মদ-কাণ্ডের পর জাতীয় দলে ফিরেছেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো ও ডিফেন্ডার তপু বর্মণ। গত বছর সেপ্টেম্বরে বসুন্ধরা কিংসের হয়ে মালদ্বীপে এএফসি কাপ খেলতে গিয়ে শৃঙ্খলাভঙ্গের জন্য জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন তপু বর্মণ ও আনিসুর রহমান জিকো।
বাংলাদেশের প্রাথমিক দল
গোলরক্ষক : মিতুল মারমা, মেহেদি হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো ও মাহফুজ হাসান প্রীতম
রক্ষণ : তপু বর্মণ, সাদ উদ্দিন, বিশ্বনাথ ঘোষ, হাসান মুরাদ, শাকিল হোসেন, রহমত মিয়া, ইসা ফয়সাল ও তাজ উদ্দিন।
মাঝমাঠ : সোহেল রানা, মো. সোহেল রানা, মজিবুর রহমান জনি, জামাল ভুঁইয়া, সৈয়দ কাজেম কিরমানি শাহ, রবিউল হাসান, মোহাম্মদ হৃদয়, শাহরিয়ার ইমন, চন্দন রায় ও জায়েদ আহমেদ
আক্রমণ : রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, সুমন রেজা, রাব্বি হোসেন রাহুল, আরমান ফয়সাল আকাশ ও রফিকুল ইসলাম।