জয় দিয়ে ডিপিএল শুরু তামিমের
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি শেষে এবার ওয়ানডেতে লড়াইয়ের পালা। এরই মধ্যে চট্টগ্রামে পৌঁছেছে দুদল। এই সিরিজের মাঝেই মাঠে গড়াল ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটের একমাত্র প্রতিযোগিতামূলক আসর ঢাকা প্রিমিয়ার লিগ। আসর শুরুর প্রথম দিনেই জয় পেয়েছে সাকিবের শেখ জামাল ও তামিমের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
আজ সোমবার (১১ মার্চ) ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ ছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ৭১ রানে ম্যাচ জিতলেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম। ২৬ বলে তিন চারে ১৭ রান করে ফেরেন তিনি।
তামিমের ব্যর্থতার দিনে প্রাইম ব্যাংকও পায়নি জুতসই পুঁজি। ১৯৬ রানে অলআউট হয়েছে তারা। এই রানও এসেছে শেষ উইকেটে নাজমুল ইসলাম অপু ও রুবেল হোসেনের ৬৯ রানের জুটিতে। অবশ্য অল্প পুঁজি নিয়েও হাসান মাহমুদের দাপুটে বোলিংয়ে জয় তুলে নেয় প্রাইম ব্যাংক।
অন্যদিকে, শেখ জামালের জার্সিতে প্রথম ম্যাচে খেলেননি সাকিব। অবশ্য এই তারকা না খেললেও জয় তুলে নিয়েছে সোহানরা। গাজী টায়ার্স ক্রিকেট একাডেমীকে ছয় উইকেটে হারিয়েছে সাকিবের দল। আগে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে ১৬৭ রানের বেশি তুলতে পারেনি গাজী টায়ার্স। আশিকুর রহমান শিবলীর অপরাজিত ছিলেন ৮৯ রানে। জবাবে, মাত্র ৯২ রানের মাথায় চার উইকেট হারালেও অধিনায়ক সোহানের ব্যাটিং দৃঢ়তায় জয় তুলে নিতে খুব একটা সমস্যা হয়নি জামালের।