মেসির সঙ্গে হাত মিলিয়ে হাত ধুতে চাননি যে ফুটবলার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/04/08/maatiyyaas_sule_baame_o_lionel_mesi.jpg)
মাতিয়াস সুলে—নামটি আপনার কাছে অপরিচিত ঠেকতেই পারে। ২০ বছর বয়সী আর্জেন্টাইন তারকাকে চেনার খুব একটা কারণও নেই। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলা সুলে বর্তমানে ধারে খেলছেন ইতালির ক্লাব ফ্রোসিনান ক্যালসিওতে। জাতীয় দলে এখনও অভিষিক্ত না হওয়া সুলে অবশ্য ড্রেসিংরুম শেয়ার করেছেন মেসির সঙ্গে।
কাতার বিশ্বকাপের বাছাই পর্বে দুটি ম্যাচে ডাক পেয়েছিলেন সুলে। শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি তার। এর মধ্যেই এক ম্যাচে মেসির সঙ্গে প্রথম দেখা হওয়ার অভিজ্ঞতা হয় তার। সম্প্রতি ইএসপিএন ফ্যানসের একটি ভিডিওতে সেই সময়ের কথা বলেন সুলে।
ইএসপিএনের বরাত দিয়ে গোল ডটকমে প্রকাশিত প্রতিবেদন মতে সুলে বলেন, ‘আমি আর্জেন্টিনার ড্রেসিংরুমে ছিলাম। একটু পর মেসি আসে। আমার সঙ্গে করমর্দন করেন। মেসি যখন হাত মেলান, তখন আমার মনে হয়েছিল এই হাত আর কখনও না ধুই।’
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2024/04/08/mesi-in.jpg 687w)
মেসির সঙ্গে দেখা করার স্বপ্ন ছোটবেলা থেকেই দেখতেন সুলে। যখন প্রথম দেখা পান আর্জেন্টাইন মহাতারকার, তার কাছে সেটি ছিল ছোটবেলার লালিত স্বপ্নপূরণের আনন্দ।