ব্যর্থ মুস্তাফিজে আজ ভরসা রাখবে চেন্নাই?
চেন্নাই সুপার কিংস মুস্তাফিজুর রহমানের ওপর যথেষ্ট ভরসাই রাখছে। ভরসার প্রতিদানও দিচ্ছেন কাটার মাস্টার। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় একটু নিচের দিকে নেমে গেলেও প্রথম পাঁচজনের সঙ্গে ব্যবধান খুব বেশি নয়। ছয় ম্যাচে ১১ উইকেট নিয়ে তিনি আছেন ষষ্ঠ স্থানে।
সবার ওপরে থাকা জসপ্রীত বুমরাহ ১৩ উইকেট নিয়েছেন, খেলেছেন আট ম্যাচ। মুস্তাফিজের সমান ১১ উইকেট নেওয়া স্যাম কারানও ম্যাচ খেলেছেন আটটি। আইপিএলে চেন্নাই আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) ফের মাঠে নামবে। ঘরের মাঠ এম.এ চিদাম্বরম স্টেডিয়ামে লখনৌ সুপার জায়ান্টকে আতিথ্য দেবে দলটি।
সর্বশেষ ম্যাচে লখনৌর কাছেই আট উইকেটের বড় ব্যবধানে হেরেছিল চেন্নাই। সেই ম্যাচে চার ওভারে ৪৩ রান দেন মুস্তাফিজ। প্রথম দুই ওভারে ১৫ রান দিলেও শেষ দুই ওভারে খরচ করেন ২৮ রান। শেষ দিকে অবশ্য তুলে নেন কুইন্টন ডি ককের উইকেট। আজকের ম্যাচ অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের মাঠে। এই মাঠে ভালো বোলিং করেন মুস্তাফিজ। আগের ম্যাচের ব্যর্থতার পরও আজ তার ওপর ভরসা রাখলে তাই অবাক হওয়ার কিছু থাকবে না।
মুস্তাফিজকে নিয়ে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি বলেন, ‘তার বলে চমৎকার স্লোয়ার আছে। এগুলো মোকাবিলা করা কঠিন, বিশেষত চেন্নাইয়ের মাঠে। সে আমাদের সঙ্গে আর বেশিদিন থাকবে না, তাকে তার দেশ ডেকেছে। যতদিন রাখা সম্ভব, ততদিন ধরে রাখব তাকে।’