শুভমান গিলের বিরুদ্ধে বড়সড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগ
ভারতীয় ক্রিকেটে তরুণ তারকাদের মধ্যে জনপ্রিয়তায় ওপরের দিকে শুভমান গিল। এবার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে এই তারকার বিপক্ষে। বড়সড় আর্থিক প্রতারণার সঙ্গে গিলসহ আরও তিন ক্রিকেটারের নাম জড়িয়েছে। গুজরাটে চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে যুক্ত তারা, এমনটিই উঠে এসেছে ভারতীয় গণমাধ্যম মিন্টের প্রতিবেদনে।
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) গিলকে তলব করেছে গুজরাজ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। কেলেঙ্কারিতে গিলের সঙ্গে আছে আইপিএলের দল গুজরাট টাইটান্সের তিন তারকা সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া ও মোহিত শর্মার নাম।
প্রাথমিকভাবে তদন্তের প্রেক্ষিতে বলা হয়েছে, ৪৫০ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে এই চার ক্রিকেটার জড়িত। ফলে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডেকেছে গুজরাটের সিআইডি। চিটফান্ডের অন্যতম প্রধান ভুপেন্দ্রসিং জালাকে ইতোমধ্যে আটক করা হয়েছে। তিনি স্বীকারও করেছেন প্রতারণার বিষয়টি। তখনই জানান গিলসহ অন্যরা বিনিয়োগ করেন সেখানে। যা আরও অনেককে বিনিয়োগে উদ্বুদ্ধ করে।
এই চিটফান্ডে গিল প্রায় এক কোটি ৯৫ লাখ ভারতীয় রুপি বিনিয়োগ করেছেন। বাকি তিন ক্রিকেটার অবশ্য খুব বেশি অঙ্কের অর্থ বিনিয়োগ করেননি। তাদের আর্থিক ব্যাপারটা জানায়নি সিআইডি। এখান থেকে অবশ্য কোনো মুনাফা পাননি এই চার ক্রিকেটার। উল্টো ফেঁসে গেলেন।