২২ বছর বয়সী তরুণের ব্যাটে দিল্লির বিশাল পুঁজি
২৭ বলে ৮৪ রানের ইনিংস। ১১ বাউন্ডারি, ৬ ছক্কা। দিল্লির হয়ে যিনি ইনিংসটি উপহার দিয়েছেন তিনি সবে মাত্র ২২ বছরে পা দিয়েছেন। অসি এই তরুণের নাম জেক ফ্রেজার-ম্যাকগার্ক। যার এখনও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি! এই তরুণই আজ কাঁপুনি ধরালেন জাসপ্রীত বুমরাহ-হার্দিক পান্ডিয়াদের। জেক ফ্রেজারের ব্যাটিং ঝড়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আড়াইশ ছাড়ানো পুঁজি দাঁড় করিয়েছে দিল্লি ক্যাপিটালস।
আইপিএলের ৪৩তম ম্যাচে আজ শনিবার (২৭ এপ্রিল) আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে স্কোরবোর্ডে ২৫৭ রান তুলেছে দিল্লি।
এদিন টস জিতে দিল্লিকে ব্যাটিংয়ে পাঠায় মুম্বাই। কিন্তু অধিনায়ক পান্ডিয়ার সিদ্ধান্তকে ভুল যে ভুল সেটা উইকেটে নেমেই প্রমাণ করলেন জেক ফ্রেজার-ম্যাকগার্ক ও অভিষেক। দুজন মিলে ওপেনিং জুটিতেই তোলেন ১১৪ রান। অষ্টম ওভারে এই জুটি ভাঙেন পিজুস চাওলা। ঝড় তোলা ফ্রেজারকেই বিদায় করেছেন তিনি। যদিও তার আগেই চার-ছক্কার বৃষ্টি নামিয়ে ৮৪ রান তুলে ফেলেন দিল্লির এই ওপেনার।
দশম ওভারে অভিষেককে মাঠ ছাড়া করেন মোহাম্মদ নবি। ২৭ বলে তিনি করেন ৩৬ রান। ওয়ানডাউনে নেমে চড়াও হন শাই হোপ। মাত্র ১৭ বলে ৪১ রানের ক্যামিউ খেলে যান তিনি। মিডলঅর্ডারে নেমে অধিনায়ক রিশভ পন্থ করেন ১৯ বলে ২৯ রান। অধিনায়কের বিদায়ের পর বাকিদের শেষের ঝড়ে শেষ পর্যন্ত ২৫৭ রানের সংগ্রহ দাঁড় করায় দিল্লি ক্যাপিটালস।
মুম্বাইয়ের হয়ে সবচেয়ে বেশি রান খরচা করেন লুক উড। তিনি এক উইকেট নিতে দেন ৬৮ রান। পিজুস চাওরা ৩৬ রান দিয়ে নেন একটি। বুমরাহর শিকারও একটি।