গুজরাটের বড় লক্ষ্য হেসেখেলে পার করল বেঙ্গালুরু
গুজরাট টাইটান্স ব্যাট সেরাটাই দিয়েছিল। স্কোরবোর্ডে জমা করেছিল ২০০ রান। তবে, সেই লক্ষ্যকে মামুলি বানিয়ে ম্যাচ জিতে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। আইপিএলে দিনের প্রথম ম্যাচে আজ রোববার (২৮ এপ্রিল) মুখোমুখি হয়েছে গুজরাট ও আরসিবি। গুজরাটকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে আরসিবি।
আগে ব্যাট করে ২০ ওভারে তিন উইকেট হারিয়ে গুজরাট করে ২০০ রান। জবাবে ১৬ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ২০৬ রান তোলে আরসিবি।
রান তাড়ায় শুরু থেকেই আগ্রাসী ঢংয়ে খেলে আরসিবি। ২৩ বলে ৪০ রানের উদ্বোধনী জুটি ভাঙে ফাফ ডু প্লেসিস আউট হলে। ১২ বলে ২৪ রান করে সাই কিশোরের বলে সাজঘরে ফেরেন আরসিবি অধিনায়ক। এই একটি মাত্র উইকেটই ফেলতে পেরেছে গুজরাট।
এরপর কেবলই গুজরাটের হতাশা আর বেঙ্গালুরুর এগিয়ে যাওয়া। বিরাট কোহলি ও উইল জ্যাকসের অবিচ্ছিন্ন ১৬৬ রানের জুটিতে ম্যাচ জিতে নেয় আরসিবি। ৪৪ বলে ছয়টি চার ও তিনটি ছক্কায় ৭০ রানে অপরাজিত থাকেন কোহলি। চলতি আসরে ৫০০ রান স্পর্শ করলেন তিনি। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। অন্যদিকে, জ্যাকস ছিলেন বিধ্বংসী। ৪১ বলে পাঁচটি চার ও ১০টি ছক্কায় ১০০ রানে অপরাজিত থাকেন তিনি।
এর আগে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে গুজরাট। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি দলটির। প্রথম ওভারেই হারায় ঋদ্ধিমান সাহার উইকেট। পাঁচ রান করে স্বপ্নীল সিংয়ের শিকারে পরিণত হন। গ্লেন ম্যাক্সওয়েলের বলে বিদায় নেন আরেক ওপেনার শুভমান গিল। গুজরাট অধিনায়ক ১৯ বলে ১৬ রানের মন্থর ইনিংস। ৪৫ রানে দুই উইকেট হারানোর পর দলের দায়িত্ব নেন সাই সুদর্শন ও শাহরুখ খান। এই জুটিতে আসে ৮৬ রান।
দলীয় ১৩১ রানে সাজঘরে ফেরেন শাহরুখ। ৩০ বলে ৫৮ করে বোল্ড হন মোহাম্মদ সিরাজের বলে। শাহরুখ ফিরে গেলেও সুদর্শন নিজের ইনিংস টেনে নেন অনেকদূর। ৪৯ বলে আটটি চার ও চারটি ছক্কায় ৮৪ রানে অপরাজিত থাকেন তিনি। ডেভিড মিলার অপরাজিত থাকেন ১৯ বলে ২৬ রানে।
আরসিবির পক্ষে একটি করে উইকেট নেন স্বপ্নীল, সিরাজ ও ম্যাক্সওয়েল।