মুস্তাফিজের আলো ছড়ানো রাতে চেন্নাইয়ের বড় জয়
সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের দিনে তছনছ করে দেয় প্রতিপক্ষকে। অন্যদিকে, পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ঘুরে দাঁড়ালে প্রতিপক্ষের জেতাটা কঠিন হয়ে যায়। আইপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে রোববার (২৮ এপ্রিল) মুখোমুখি হয় চেন্নাই ও হায়দরাবাদ। ম্যাচে হায়দরাবাদকে ৭৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে চেন্নাই।
ঘরের মাঠ এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে চেন্নাই। ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ২১২ রান করে দলটি। জবাবে ১৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৪ রানে থামে হায়দরাবাদ।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৪০ রান তুলতেই তিন উইকেট হারায় হায়দরাবাদ। দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মার ব্যাট থেকে আসে যথাক্রমে ১৩ ও ১৫ রান। দুজনেই পরিণত হন তুষার দেশপান্ডের শিকারে। ২৬ বলে ৩২ রান করে প্রতিরোধের চেষ্টা করেছিলেন এইডেন মার্করাম। তাকে বোল্ড করেন মাথিশা পাথিরানা। তাতেই ভাঙে হায়দরাবাদের স্বপ্ন। শেষ দিকে হেনরিক ক্লাসেন ও আব্দুল সামাদ ক্রিজে এলেও ততক্ষণে ম্যাচ থেকে ছিটকে পড়ে হায়দরাবাদ। কেবল হারের ব্যবধান কমাতে পেরেছেন তারা। ক্লাসেনের ব্যাট থেকে আসে ২০ রান, সামাদ করেন ১৯।
দুই ম্যাচ পর এদিন জ্বলে ওঠেন মুস্তাফিজুর রহমান। প্রথম দুই ওভারে মাত্র ১৩ রান দেন। নিজের তৃতীয় ওভারে পাঁচ বলেই তুলে নেন দুই উইকেট। ২.৫ ওভারে ১৯ রান খরচায় পান মুস্তাফিজের শিকার দুই উইকেট। এ ছাড়া চেন্নাইয়ের পক্ষে দেশপান্ডে উইকেট নেন চারটি।
চেন্নাইয়ের হলুদ জার্সিতে এদিনও হেসেছে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের ব্যাট। ৫৪ বলে ১০টি চার তিনটি ছক্কায় ৯৮ রান আসে তার ব্যাট থেকে। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান করেন ডেরিল মিচেল। ৩২ বলে সাতটি চার ও এক ছক্কায় এ রান করেন তিনি। শেষ দিকে শিভাম দুবের ২০ বলে অপরাজিত ৩৯ রানের ঝড়ো ইনিংসে চেন্নাই পায় ২০০ ছাড়ানো সংগ্রহ।
হায়দরাবাদের পক্ষে একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, নটরাজ ও জয়দেব উনাদকাত।