আইপিএলে মুস্তাফিজের সামনে দুই রেকর্ডের হাতছানি
এবারের আইপিএলটা দারুণ কেটেছে পেসার মুস্তাফিজুর রহমানের। লম্বা সময় পর কোনো দলের জার্সিতে সবগুলো ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশি তারকা। আর তাতেই বাজিমাত বাঁহাতি পেসারের। এবারের আইপিএলকে স্মরণীয় করে রাখলেন ২৮ বছর বয়সী এই পেসার। নিজের শেষ ম্যাচেও দুই রেকর্ডের হাতছানি মুস্তাফিজের সামনে।
মুস্তাফিজের আইপিএল যাত্রার শুরুটা ২০১৬ সালে। সেবার সানরাইজার্স হায়দরাবাদের অধীনে খেলতে নেমে ১৭ উইকেট নিয়ে দলকে শিরোপা জেতানোর পাশাপাশি সেরা উদীয়মান তারকার পুরস্কারও নিজের করে নেন এই তারকা বোলার। ফিজের সামনে সুযোগ সেই আসরকে ছাপিয়ে নতুন রেকর্ড গড়ার।
এবারের আইপিএলে এখন পর্যন্ত ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। এই মৌসুমকে সেরা মৌসুম বানাতে মুস্তাফিজের প্রয়োজন আরও ৪ উইকেট। আপাতদৃষ্টিতে দেখতে কঠিন মনে হলেও মুস্তাফিজের পক্ষে যে সবই সম্ভব তার প্রমাণ রেখেছেন প্রথম ম্যাচেই। বেঙ্গালুরুর বিপক্ষে সেই ম্যাচে ২৯ রান খরচায় চার উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। এর আগে ২০২১ সালে রাজস্থান রয়্যালসের হয়ে ১৪ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ।
পাশাপাশি সতীর্থ সাকিবকেও ছাড়িয়ে যাওয়ার হাতছানি মুস্তাফিজের সামনে। এখন পর্যন্ত আইপিএলে ৭১ ম্যাচ খেলে ৬৩ উইকেট নিয়েছেন সাকিব। সেখানে মাত্র ৫৬ ম্যাচে ৬১ উইকেট নিয়ে সাকিবকে ছোঁয়ার অপেক্ষায় ফিজ। পাঞ্জাবের বিপক্ষে দুই উইকেট পেলেই নতুন রেকর্ড গড়বেন এই বোলার।
উল্লেখ্য, আজ পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে মুস্তাফিজের এবারের আইপিএল অধ্যায় শেষ হচ্ছে। চেন্নাই সুপার কিংসের এই পেসারকে ১ মে পর্যন্ত ছুটি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ম্যাচ খেলে আগামীকাল দেশে ফিরবেন তিনি। এরপর জিম্বাবুয়ে সিরিজ খেলতে চলে যাবেন সরাসরি চট্টগ্রামে।