পাঞ্জাবকে মাঝারি লক্ষ্য দিল মুস্তাফিজের চেন্নাই
এবারের আইপিএলকে রান বন্যার টুর্নামেন্ট বললে ভুল হবে না। তবে, অন্য ভেন্যুগুলোর তুলনায় চেন্নাইয়ের ঘরের মাঠে সেই ব্যাটিং ঝড় দেখা গেল কমই। পাঞ্জাব কিংসের বিপক্ষেও দেখা গেল মন্থর চিত্র। প্রীতি জিনতার দলের বিপক্ষে খুব বড় লক্ষ্য রাখতে পারেনি চেন্নাই সুপার কিংস। মুস্তাফিজুর রহমানের বিদায়ী ম্যাচে পাঞ্জাবকে ১৬৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।
আজ বুধবার (১ মে) আইপিএলের ৪৯তম ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে ৭ উইকেটে ১৬২ রানের বেশি তুলতে পারেনি চেন্নাই সুপার কিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান এসেছে রিতুরাজের ব্যাট থেকে। ৪৮ বলে যা সাজানো ছিল ৫ চার ও দুই ছক্কায়।
চিপকে এদিন টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় পাঞ্জাব। অধিনায়ক স্যাম কারানের সিদ্ধান্ত যে ভুল নয় সেটার আঁচ পাওয়া গেল চেন্নাইয়ের ব্যাটিংয়ে। যদিও স্বাগতিকদের শুরুটা দারুণ হয়। দুই ওপেনার রিতুরাজ ও আজিঙ্কা রাহানে মিলে শুরুর জুটিতে স্কোরবোর্ডে তোলেন ৬৪ রান। কিন্তু নবম ওভারে রাহানে আউট হয়ে ফিরলেই এলোমেলো হয় চেন্নাইয়ের ব্যাটিং। শিবাম দুবে থেকে শুরু করে জাদেজা-ধোনি, কেউই পারেননি জ্বলে উঠতে। স্রোতের বিপরীতে লড়েছেন শুধু রিতুরাজ। তার লড়াইয়ে ভর করেই কোনোমতে দেড়শ ছাড়ানো পুঁজি পায় চেন্নাই।
এ ছাড়া রাহানে করেন ২৪ বলে ২৯ রান। ২৩ বলে ২১ রান করেন রিজবি। ধোনির ব্যাট থেকে আসে ১১ বলে ১৪ রান।
আজই শেষ হচ্ছে বাংলাদেশি পেসার মুস্তাফিজের ছুটি। ফলে, চলতি আইপিএলে আজই শেষবার চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখা যাচ্ছে কাটার মাস্টারকে।
আজ শেষ ম্যাচে নিজেকে ছাপিয়ে যাবার হাতছানি মুস্তাফিজের সামনে। মুস্তাফিজের আইপিএল যাত্রার প্রথম আসরে সানরাইজার্স হায়দরাবাদের অধীনে খেলতে নেমে ১৭ উইকেট নিয়ে দলকে শিরোপা জেতানোর পাশাপাশি সেরা উদীয়মান তারকার পুরস্কার নিজের করে নেন। ফিজের সামনে সুযোগ সেই আসরকে ছাপিয়ে নতুন রেকর্ড গড়ার। মৌসুমকে সেরা মৌসুম বানাতে মুস্তাফিজের প্রয়োজন আরও ৪ উইকেট। আপাতদৃষ্টিতে দেখতে কঠিন মনে হলেও মুস্তাফিজের পক্ষে যে সবই সম্ভব তার প্রমাণ রেখেছেন প্রথম ম্যাচেই!