মুম্বাইয়ের বিপক্ষে কলকাতার চ্যালেঞ্জিং পুঁজি
মুম্বাই ইন্ডিয়ান্সের ঘরের মাঠে তাদের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আইপিএলে দিনের একমাত্র ম্যাচে আজ শুক্রবার (৩ মে) টস হেরে ব্যাটিংয়ে নামে কলকাতা। শুরুর ব্যর্থতা কাটিয়ে স্কোরবোর্ডে দলটি তোলে চ্যালেঞ্জিং সংগ্রহ। ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৯ রান করে কেকেআর।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে কলকাতাকে ব্যাটিংয়ে পাঠায় মুম্বাই। প্রথম ওভারেই ফিল সল্টের উইকেট হারায় কেকেআর। তিন বলে পাঁচ রান করে নুয়ান থুসারার বলে বিদায় নেন সল্ট। ভালো করতে পারেননি অপর ওপেনার সুনিল নারিনও। আট বলে আট রান করে হার্দিক পান্ডিয়ার বলে বোল্ড হন নারিন। কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ছয় রানে ফেরান থুসারা।
স্কোরবোর্ডে ৫৭ রান তুলতেই পাঁচ উইকেট হারায় কেকেআর। সেখান থেকে দলকে টেনে তোলেন ভেঙ্কটেশ আইয়ার ও মনীষ পান্ডে। ৫২ বলে ছয়টি চার ও তিনটি ছক্কায় ৭০ রান করেন ভেঙ্কটেশ। তাকে বোল্ড করেন জসপ্রীত বুমরাহ। ইমপ্যাক্ট প্লেয়ার মনীষের ব্যাট থেকে আসে ৩১ বলে দুটি করে চার ও ছক্কায় ৪২ রান। এ দুজন ফিরে গেলে শেষ দিকে ফের খেই হারায় কলকাতা। ১৫৩ থেকে ১৬৯, ১৬ রানে শেষ চার উইকেট হারায় দলটি।
মুম্বাইয়ের পক্ষে তিনটি করে উইকেট নেন বুমরাহ ও থুসারা। দুই উইকেট পান পান্ডিয়া।