গ্যালারিতে স্ত্রীর উপস্থিতিতেই স্টার্কের বাজিমাত
আইপিএলের নিলামে টেবিলে রীতিমত হইচই ফেলে দিয়েছিলেন মিচেল স্টার্ক। সব দলগুলোর টানাটানি শুরু হয় অস্ট্রেলিয়ান তারকাকে নিয়ে। শেষ পর্যন্ত রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স দলে ভেড়ায় স্টার্ককে!
এত দাম দেখে যে কারও চোখ কপালেই ওঠার কথা। স্টার্ককে নিয়েও সেটাই হয়। তার এই চড়া দাম নিয়ে কম কথা হয়নি। সবাই অপেক্ষায় ছিল এত দাম দিয়ে কেনা কলকাতার এই বিদেশি ক্রিকেটার মাঠে কেমন করেন?
কিন্তু এই প্রত্যাশার দাম শুরু থেকে দিতে পারছিলেন না স্টার্ক। প্রতি ম্যাচেই উইকেটের বদলে রান দিয়েছেন দেদারসে। গতকালের আগে তার আট ম্যাচে মাত্র একটি বোলিং ফিগারই বলার মতো। সেটি হলো লখনৌর বিপক্ষে ২৮ রানে ৩ উইকেট। এ ছাড়া বাকি ম্যাচগুলোতে স্টার্ক ছিলেন নির্বিষ।
এতে প্রত্যাশার চাপের সঙ্গে বাড়ছিল সমালোচনার মাত্রা। গতকাল শুক্রবার সব সমালোচনার জবাব দিলেন অসি তারকা। মুম্বাইয়ের ওয়াংখেড়ের গ্যালারিতে উপস্থিত ছিলেন স্ত্রী অ্যালিসা হিলিও। তার সামনেই কলকাতার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন অসি তারকা। গেল রাতে জয়ের ম্যাচে ৩.৫ ওভার বোলিং করে মাত্র ৩৩ রান খরচায় ৪ উইকেট নিয়ে দলের নায়ক মিচেল স্টার্ক।
স্বরূপে স্টার্ককে ফিরতে দেখে হিলিকে নিয়ে বন্দনায় মেতেছেন সবাই। স্টার্কের স্ত্রী হিলিকে ‘লাকি চার্ম’ বলতে শুরু করে দিয়েছেন কেকেআর সমর্থকরা। অনেকে আবার হিলিকে প্রতিদিন মাঠে আসার আহ্বান জানিয়ে পোস্ট দিয়েছেন। মোট কথা, হিলিকে স্টার্কের ‘লেডি লাক’— বলেও আখ্যা দিচ্ছেন কেকেআর ভক্তরা।
নেটিজেনদের মধ্যে একজন লিখেছেন, 'অসংখ্য ধন্যবাদ অ্যালিসা হিলি। আপনি রোজ-রোজ মাঠে আসুন কুইন।'
অপর এক নেটিজেন লিখেছেন, ‘আপনি প্রতি ম্যাচে মাঠে আসুন।’
এক নেটিজেন আবার বলেন, 'যখন স্বামী মিচেল স্টার্ক কলকাতা নাইট রাইডার্সকে ম্যাচটা জিতিয়ে দিলেন, তখন অ্যালিসা হিলির আনন্দটা দেখুন।’