মুস্তাফিজ ফিরলে জায়গা হারানোর শঙ্কায় সাইফউদ্দিন

দীর্ঘ দেড় বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরেছেন সাইফউদ্দিন। বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন নিজের ফেরাটা স্মরণীয় করে রেখেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে গতকাল শুক্রবার (৩ মে) বল হাতে দারুণ পারফর্ম করেন তিনি। চার ওভারে ১৫ রানে তিন উইকেট নেন।
জিম্বাবুয়েকে অল্পতে আটকে ফেলার পেছনে সাইফউদ্দিনের ছিল অন্যতম ভূমিকা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও আসেন এই তারকা। নিজের পারফর্ম্যান্স নিয়ে সন্তুষ্টির পাশাপাশি জানালেন দলে অনিশ্চয়তার কথাও। মুস্তাফিজ ফিরলে জায়গা হারানোর শঙ্কায় আছেন তিনি।
সাইফউদ্দিন বলেন, ‘প্রায় ১৮ মাস পর আন্তর্জাতিক ম্যাচে ফিরলাম। ভালো পারফর্ম্যান্স করেছি। অনেক সিরিয়াস ছিলাম ম্যাচে, চেয়েছি একটা দারুণ একটা ম্যাচ উপহার দিতে। তবে, মুস্তাফিজ ফিরবে দুই-এক ম্যাচ পরে। তখন জানি না সেরা একাদশ কেমন হবে। সেটি ম্যানেজম্যান্ট জানে। আমি সুযোগ পেলে চেষ্টা করব ভালো করার।’
বিশ্বকাপে নিজের জায়গা নিয়ে সাইফউদ্দিন বলেন, ‘এই সিরিজে আরও চারটি ম্যাচ আছে। যদি সুযোগ পাই, ধারাবাহিক পারফর্ম করতে চাই। বিশ্বকাপের আগে এটি খুব গুরুত্বপূর্ণ। এই ম্যাচে অনেক নার্ভাস ছিলাম। আমার জন্য ভালো করাটা চ্যালেঞ্জিং ছিল। সামনের ম্যাচগুলোতে চেষ্টা করব আরও ভালো করার। বিশ্বকাপ দলে সুযোগ পেতে হলে আমাকে নিজের সেরাটা দিয়ে খেলতে হবে।’