সাকিবকে পেছনে ফেলে ছুটছেন মিরাজ

বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের অবদান খাটো করে দেখার সুযোগ নেই। গড়েছেন এমন অসংখ্য কীর্তি, যেখানে হয় তিনি একা নয়তো প্রথম। তেমনই এক কীর্তিতে সাকিবের পাশে আজ বুধবার (৩০ এপ্রিল) বসলেন মেহেদী হাসান মিরাজ। কেবল বসা নয়, সাকিবকে পেছনেই ফেলেছেন তিনি।
দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে ২ হাজার রান ও ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন মিরাজ। সাকিব এই ক্লাবে ঢুকতে খেলেছিলেন ৫৪ টেস্ট। মিরাজ তাতে প্রবেশ করেছেন এক ম্যাচ আগে, ৫৩ টেস্ট খেলে।
সাকিব পরবর্তী বাংলাদেশের সেরা অলরাউন্ডার নিঃসন্দেহে মিরাজ। ধারাবাহিকও তিনি। ব্যাটে না পারলে বলে, বলে না পারলে পুষিয়ে দেন ব্যাটে। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্ট সিরিজেই যেমন প্রথম ম্যাচে নিয়েছিলেন ১০ উইকেট। ফাইফার ছিল দুই ইনিংসেই।
চট্টগ্রাম টেস্টে লোয়ার অর্ডারকে সঙ্গে নিয়ে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ওয়েসলি মাদেভিরের বল স্কয়ার লেগে ঠেলে তিন অঙ্কের ঘর স্পর্শ করেন মিরাজ। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে মিরাজ তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। খেলেছেন ১৬২ বলে ১১টি চার ও ১ ছক্কায় ১০৪ রানের ইনিংস। যা তার ক্যারিয়ার সেরা।
দীর্ঘ চার বছর পর টেস্টে নিজের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন মিরাজ। এতদিন একমাত্র সেঞ্চুরিটি ছিল ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, করেছিলেন ১০৩ রান।