লিটনের ওপর বিশেষ নজর দিতে হবে : বিসিবি সভাপতি
বাংলাদেশের ক্রিকেটে লিটন দাসকে ধরা হয় শুদ্ধতম ব্যাটার হিসেবে। যিনি ক্রিকেটের ব্যাকরণ বেশ ভালো বোঝেন। দেশের ক্রিকেটের অন্যতম প্রতিভাবান ব্যাটার সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে গড়ে তুলেছেন দলের অন্যতম সেরা তারকা হিসেবে। তবে, সেই লিটনের ব্যাটেই রান নেই দীর্ঘদিন ধরে।
লিটনকে নিয়ে সমালোচনা হচ্ছে চারদিকে। বিশেষ করে সাম্প্রতিক কিছু ম্যাচে তার আউট হওয়ার ধরন জন্ম দিয়েছে বিতর্কের। এমন দায়িত্বশীল একজনের অফফর্ম ভাবাচ্ছে সবাইকে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও আউট হয়েছেন মাত্র এক রান করে। লিটনের ছন্দহীনতা নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি এবং যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, ‘লিটনকে তো আমরা সবসময়ই প্রতিভাবান হিসেবে জানি। অনেকদিন ধরে সে ছন্দে নেই। জালাল ভাইয়ের (জালাল ইউনুস) সঙ্গে কথা হয়েছে। আমাদের যিনি ব্যাটিং কোচ তাকে বলা হয়েছে লিটনের ওপর একটু বিশেষ নজর দিতে, সমস্যাটা কোথায় বের করতে। আশা করা ছাড়া তো কিছু বলার নেই।’এদিকে লিটনকে নিয়ে দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্প বলেন, ‘এটি ঠিক যে, লিটন রান পাচ্ছে না। তবে, সে কঠোর পরিশ্রম করছে। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। খেলোয়াড়দের জীবনে উত্থান-
পতন আসবেই। লিটনের এখন সেই সময়টা যাচ্ছে। সে এখন অতটা ধারাবাহিকভাবে খেলছে না। তার পরিশ্রম থেমে নেই। আশা করি, শিগগিরই সে কাঙ্ক্ষিত ছন্দে ফিরবে।’