এবার আরও বড় দুঃসংবাদ পেল মুস্তাফিজের চেন্নাই
যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধ্যা হয়—বাংলা এই প্রবাদটি অনেকটাই মিলে যায় আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের সঙ্গে। ছন্দে থাকা দলটি প্রথম ধাক্কা খায় বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে হারিয়ে। প্লে-অফ নিশ্চিত না হওয়ায় বেশ চিন্তিত ধোনিরা। এমন গুরুত্বপূর্ণ সময়ে কি না আরও বড় ধাক্কা খেল আইপিএলের অন্যতম সফল দলটি।
প্লে-অফের লড়াইয়ে টিকে থাকার লক্ষ্যে পাঞ্জাব কিংসের বিপক্ষে লড়ছে ধোনিরা। আর ম্যাচের মাঝপথেই মিলল বড় দুঃসংবাদ। চোটের কারণে বোলিং আক্রমণের কান্ডারি মাথিশা পাথিরানাকে হারাল দলটি। আজ রোববার (৫ মে) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সিএসকে।
বিবৃতিতে জানানো হয়, হ্যামস্ট্রিং চোটের কারণে তার আইপিএলের বাকি অংশে খেলা হচ্ছে না। আর সামনে যেহেতু বিশ্বকাপ তাই, তার দ্রুত চোট কাটিয়ে ওঠা জরুরি। তাই তিনি দেশে ফিরে গেছেন। এবারের আইপিএলে ৭.৬৮ গড়ে ৬ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন এই পেসার।
অবশ্য এর আগে চোটের কারণে আইপিএলের শুরুর কয়েকটি ম্যাচও খেলতে পারেননি পাথিরানা। তার পরিবর্তে নিয়মিত পেসার হিসেবে একাদশে ছিলেন মুস্তাফিজুর রহমান। যিনি ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন এবারের আসরে। মুস্তাফিজের পর পাথিরানার এভাবে ছিটকে যাওয়ায় প্লে-অফে ওঠা নিয়ে বেশ শঙ্কায় জেগেছে চেন্নাইয়ের।