বাংলাদেশের ব্যাটিং দেখে মন খারাপ পাপনের
জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে দুটি ম্যাচই জিতেছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আছে ২-০ ব্যবধানে। আর এক ম্যাচ নিশ্চিত হবে সিরিজ। ম্যাচ জিতলেও সমালোচিত হচ্ছে স্বাগতিকদের ব্যাটিং। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও জানালেন, এমন ব্যাটিং দেখে মন খারাপ তার।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার (৬ মে) অনুষ্ঠিত হয় ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শেষ রাউন্ডের ম্যাচ। আগেই শিরোপা নিশ্চিত করা ঢাকা আবাহনীর হাতে ট্রফি তুলে দেন পাপন। ম্যাচ শেষে মুখোমুখি হন গণমাধ্যমের। সেখানেই কথা বললেন বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ নিয়ে।
বিসিবি সভাপতি বলেন, ‘এমনিতেই মন খারাপ। ডিপিএল দেখে যা একটু ভালো লাগল। সত্যি বলতে জিম্বাবুয়ের বিপক্ষে আমরা দুটি ম্যাচ জিতেছি ঠিকই, তবে ব্যাটিংটা ভালো লাগেনি। ব্যাটিং দেখে খুবই ভয় লাগছে। ব্যাটিংটা ভালো না হলেও বোলাররা বোলিং খুব ভালো করছে।’
সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিয়েও হচ্ছে সমালোচনা। এটি কতটা ফলপ্রসূ সেই প্রসঙ্গে পাপন জানান, এটা প্রস্তুতি সিরিজ না।
পাপন বলেন, ‘আমি এটাকে প্রস্তুতি হিসেবে দেখি না। এটি প্রস্তুতি সিরিজ নয়। আইসিসির সূচিতে থাকা খেলা। না খেলে ওদের পয়েন্ট দিয়ে দিতে পারি না। প্রস্তুতি নেওয়ার সময় এখন নয়। বিশ্বকাপের প্রস্তুতি আগেও শুরু হওয়া উচিত ছিল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ, বিপিএল দিয়ে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়ে যাওয়ার কথা।’