ভারত সিরিজে ব্যর্থতার দায় ব্যাটারদের : জ্যোতি
ভারতের একই দলের সঙ্গে গত বছর চোখে চোখ রেখে লড়াই করেছিল বাংলাদেশ। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে এসেছিল আশানুরূপ ফলাফল। অথচ, বছর ঘুরতেই বাংলাদেশের হতশ্রী চেহারা। ভারত নারী দলের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ঘরের মাঠেই হোয়াইটওয়াশ হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এমন লজ্জার জন্য ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন বাংলাদেশ অধিনায়ক।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গতকাল বৃহস্পতিবার (৯ মে) জ্যোতি বলেন, ‘বোলাররা খুব ভালো করেছে। আমরা ব্যাটাররা তাদের সাপোর্ট করতে পারিনি। ব্যাটিং ইউনিট যদি বোলারদের সহযোগিতা করত, তাহলে আমরা লড়াই করতে পারতাম। সিরিজের ফলও হয়ত অন্যরকম হতে পারত। একটা দলের ব্যাটাররা যদি ক্রমাগত ব্যর্থ হয়, সেটি রান তাড়ায় হোক কিংবা আগে ব্যাট করে, তাহলে দলের জয়টা কঠিন হয়ে পড়ে।’
সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসর বসবে বাংলাদেশে। বিশ্বকাপের আগে ভারত সিরিজকে সতর্কবার্তা হিসেবে দেখছেন জ্যোতি। তিনি জানিয়েছেন, শেখার কথা বললে ভুল হবে। শেখার কিছু নেই। এখন উন্নতির সময়।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এই সিরিজ আমদের জন্য একটা সতর্কবার্তা। এতটা বাজে খেলার কথা না। ভারত-অস্ট্রেলিয়ার সঙ্গে টানা হারের পর যদি শোধরাতে না পারি, তাহলে সামনে কঠিন দিন অপেক্ষা করছে। আমাদের প্রতি মানুষের প্রত্যাশা বাড়ছে। বিশ্বকাপে দলের ওপর সবার আশা থাকবে, এটাই স্বাভাবিক। বিশ্বকাপের আগেই আমাদের গুছিয়ে উঠতে হবে।’
জ্যোতি আরও যোগ করেন, ‘ভবিষ্যতে আমাদের ভালো খেলতে হলে, একটি দল হয়ে খেলতে হলে, ব্যাটিংয়ে নজর দিতে হবে। এখন আর শেখার সুযোগ নেই আমাদের। এই দলটা অনেকদিন ধরে একসঙ্গে খেলছে। আমরা যদি এখন ভালো খেলতে না পারি, সামনের দিনগুলো কঠিন হবে।’