দলে সুযোগ পেয়ে আনন্দিত সৌম্য
জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শুক্রবার (১০ মে) টস হেরে ব্যাটিংয়ে স্বাগতিকরা। এই ম্যাচে বাংলাদেশ দলে এসেছে একাধিক পরিবর্তন। একাদশে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি অনুমিতই ছিল।
লিটন দাসের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন সৌম্য সরকার। ক্রমাগত ব্যর্থতায় দল থেকে বাদ পড়েছেন লিটন। অন্যদিকে, চতুর্থ টি-টোয়েন্টিতে ফিরেছেন আরেক ওপেনার সৌম্য সরকার। একাদশে সুযোগ পেয়ে সৌম্য জানালেন, ভালো লাগছে।
ম্যাচের আগে সৌম্য বলেন, ‘মাঠে ফিরতে পেরে ভালো লাগছে। প্রতিপক্ষ কে, তারচেয়ে বড় কথা খেলোয়াড় হিসেবে ফিরতে পারা। আমার জন্য বড় সুযোগ, আবার দলে আসতে পেরেছি। চেষ্টা থাকবে যেখান থেকে শেষ করেছিলাম, তারচেয়ে যেন ভালো করতে পারি। নিজেকে আগামী দিনের জন্য প্রস্তুত করতে পারি। আর আজকের ম্যাচে সাকিব-মুস্তাফিজ ফিরেছে। ভালো একটি ম্যাচের অপেক্ষায় আছি।’
সাকিব-মুস্তাফিজকে জায়গা করে দিতে বিশ্রাম দেওয়া হয়েছে মাহমুদউল্লাহ ও সাইফউদ্দিনকে। সিরিজ জয় নিশ্চিত হওয়ায় বাকি দুই ম্যাচ নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ বাংলাদেশের। তবে, জয়ের জন্য মরিয়া জিম্বাবুয়ে।
টস জিতে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা বলেন, ‘আমরা হয়ত সিরিজে এখনও ভালো ফল আনতে পারিনি। তবে, আমাদের দলে বেশকিছু অভিজ্ঞ খেলোয়াড় আছেন। আশা করছি দারুণ কিছু হবে।’