আইপিএলে রাহুল-গোয়েঙ্কা বিতর্কে মুখ খুললেন শামি
সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভারতের তারকা ওপেনার লোকেশ রাহুলের। বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর এবার বিতর্কিত এক ইস্যুতে এলো এই ক্রিকেটারের নাম। প্রকাশ্যে রাহুলের ওপর ক্ষোভ ঝেড়েছেন লখনৌ সুপারজায়ান্ট দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। তার এই আচরণ নিয়ে নিন্দার ঝড় বইছে। আলোচিত এই ইস্যুতে এবার মুখ খুললেন ভারতীয় তারকা পেসার মোহাম্মদ শামি।
ঘটনাটা গত বুধবারের। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে লখনৌ ব্যাটারদের ব্যাটিং ছিল দৃষ্টিকটু। যা মেনে নিতে পারেননি দলটির মালিক গোয়েঙ্কা। ম্যাচশেষে লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজির মালিক গোয়েঙ্কা ও রাহুলের মধ্যে একটা বিষয় নিয়ে আলোচনা করতে দেখা যায়। যেখানে কোনো একটা বিষয়ে গোয়েঙ্কাকে খুব অখুশি মনে হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সঞ্জীব গোয়েঙ্কা উত্তপ্ত সুরে রাহুলের সঙ্গে কথা বলছেন। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই লিখেছেন, এই আলোচনাটা হওয়া উচিত ছিল গোপনে, সবার সামনে নয়। অনেকেই গোয়েঙ্কাকে অপেশাদার বলে অভিহিত করেছেন। তবে এই বিষয়ে রাহুল কিংবা গোয়েঙ্কা কারও মন্তব্য এখনো পাওয়া যায়নি।
সতীর্থ রাহুলের পক্ষ নিয়ে এক সাক্ষাৎকারে পেসার শামি বলেন, ‘খেলোয়াড়দের সম্মান করা উচিত। আপনি দলের মালিক। আপনিও সম্মাননীয় ব্যক্তি। অনেকে আপনাকে দেখে শেখার চেষ্টা করে। তাই এই ধরনের ঘটনা যদি ক্যামেরার সামনে ঘটে তা হলে সেটা ঠিক নয়। লজ্জা হওয়া উচিত। কিছু বলতে হলে অন্য জায়গায় বলা যেতে পারত। ড্রেসিংরুমে বা হোটেলেও রাহুলের সঙ্গে উনি কথা বলতে পারতেন। মাঠেই বলতে হবে, তার কোনো মানে নেই।’